ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশিক্ষণ মিশনে এইচপি দলের অস্ট্রেলিয়া যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
প্রশিক্ষণ মিশনে এইচপি দলের অস্ট্রেলিয়া যাত্রা বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম- ছবি- শোয়েব মিথুন

ঢাকা: ডারউইনে নর্দার্ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচিত দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি তিনদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেটের ১৬ সদস্যের স্কোয়াড। 

১৫ দিনের এ সফরকে সামনে রেখে শনিবার (০১ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট একাডেমি চত্বরে এইচপি দল ও অফিসিয়ালরা ফটোসেশনে অংশ নেন। রাত ১০টা ৫০ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যাবে।


  
ফটোসেশনে ১৬ সদস্যের টাইগার এইচপি স্কোয়াড ছাড়াও উপস্থিত ছিলেন কোচ মিজানুর রহমান বাবুল, ফিজিও তুষার কান্তি হালদার ও ট্রেইনার খাদেমুল ইসলাম শাওন।
  
বাংলাদেশ হাই পারফরমেন্স দলের জন্য এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। মূলত অনুশীলনের বিষয়টিই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে। সফরকে সামনে রেখে গত ১২ জুন ২৪ সদস্যের স্কোয়াড নিয়ে শুরু হয়েছিল প্রস্তুতি ক্যাম্প।
 
এদিকে এইচপি দলের সফরকে সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে স্থান পাওয়া এনামুল হক বিজয়। সফরটিকে তিনি মূলত শিক্ষার অংশ হিসেবে দেখছেন।

এ বিষয়ে বিজয় বলেন, মূল লক্ষ্য থাকবে শিক্ষা নেওয়া। চেষ্টা করবো অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু শেখা। পাঁচটা ওয়ানডেতে অনেক কিছু শিখতে পারবো। নতুন বোলারের বিরুদ্ধে খেলবো। নতুন টিমমেট থাকবে। আর প্রিমিয়ার লিগে কি করলাম, কতটুকু শিখলাম তা দেখার একটা সুযোগ হবে।  
 
১৬ সদস্যের টাইগার এইচপি স্কোয়াডে রয়েছেন- মেহেদি মারুফ, আবু যায়েদ রাহি, নাজমুল হাসান শান্ত, এনামুল হক বিজয়, যোবায়ের হোসেন লিখন, তানবির হায়দার, ইমতিয়াজ হোসেন তান্না, এবাদত হোসেন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, সাইফউদ্দিন, তাসামুল হক, লিটন দাস, ইয়াসির আলী, ইরফান শুক্কুর ও নিহাদুজ্জামান।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।