ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের ইংলিশ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের ইংলিশ স্কোয়াড ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এটি হবে অধিনায়ক হিসেবে জো রুটের প্রথম টেস্ট। রুটের তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন গ্যারি ব্যালান্স। একাদশে ফেরার সুযোগ পাচ্ছেন গত ডিসেম্বরে ভারত সফরে অভিষিক্ত স্পিনার লিয়াম ডসন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফর্মের সঙ্গে সংগ্রাম করায় বাদ পড়েছেন ভারতের মাটিতে আলো ছড়ানো তরুণ ওপেনার হাসিব হামিদ। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন ২টি টেস্ট খেলা কিটন জেনিংস।

বলা বাহুল্য, ভারত সফরে ইনজুরি আক্রান্ত হাসিবের জায়গায় মুম্বাই টেস্টে অভিষেকেই সেঞ্চুরি উদযাপন করেন জেনিংস। এবার লর্ডস টেস্টে (৬ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু) সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে আবারো ওপেন করবেন ২৫ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিস উকসের ইনজুরি ও সম্প্রতি জেক বলের হাঁটুর ইনজুরিতে পেস বোলিংয়ে যোগ হয়েছেন ১টি ওয়ানডে খেলা টবি রোল্যান্ড জোনস। ফিটনেস নিয়ে উদ্বেগ থাকলেও নতুন বলে দীর্ঘদিনে সঙ্গী জেমস অ্যান্ডারসনের সঙ্গে পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে প্রস্তুত স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে, সার্জারির কারণে ২০১৫ সালের অক্টোবরের পর টেস্ট না খেলা মার্ক উড স্কোয়াডে ফিরেছেন।

প্রথম টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম ডসন, টোবি রোল্যান্ড-জোন্স, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।