ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-আমলাকে পেছনে ফেললেন এক নারী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
কোহলি-আমলাকে পেছনে ফেললেন এক নারী কোহলি-আমলাকে পেছনে ফেললেন এক নারী-ছবি:সংগৃহীত

ক্রীড়া জগতে খুব দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছেন নারীরা। ইতোমধ্যে পুরুষদের সঙ্গেও তারা হাতে হাত রেখে লড়াই করছেন। যদিও বিশ্ব-ক্রিকেটের মঞ্চে পুরুষদের চেয়ে নারীরা এখনও কিছুটা পিছিয়ে। তবে অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার এবার পেছনে ফেলেছেন বিরাট কোহলি, হাশিম আমলার মতো বিশ্বসেরা ক্রিকেটারদের।

ইংল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঐ ম্যাচে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় পেতে সাহায্য করেন অজি ব্যাটসম্যান মেগ ল্যানিং।

এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ল্যানিংয়ের ১১তম সেঞ্চুরি।

এই সেঞ্চুরির মাধ্যমের আমলা-কোহলিদের পেছনে ফেললেন ২৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১১টি সেঞ্চুরির মালিক এখন তিনি। ক্যারিয়ারের ৫৯তম ইনিংসে নিজের ১১তম সেঞ্চুরির দেখা পান এই অস্ট্রেলিয়ান।

১১টি সেঞ্চুরি হাঁকাতে সবচেয়ে কম ইনিংস খেলার রেকর্ড এতদিন ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলার দখলে। ৬৪ ইনিংস খেলে ১১টি শতকের দেখা পেয়েছিলেন তিনি। তার স্বদেশী কুইন্টন ডি কক একই কীর্তি গড়েছিলেন ৬৫ ইনিংসে। ভারতীয় ক্রিকেটার ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই কীর্তি গড়েছিলেন ৮২ ইনিংসে।

প্রমীলা ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া মেগ ল্যানিংয়ের।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।