ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না ক্যারিবীয়রা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না ক্যারিবীয়রা! ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সময়টা একদমই ভালো যাচ্ছিল না। র‍্যাংকিংয়ে নিচে নামতে নামতে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলতে পারেনি দলটি, শঙ্কা ছিল বিশ্বকাপের মূল-পর্বে সরাসরি খেলার যোগ্যতা হারানোরও। অবশেষে তাই হলো।

২০১৯ আইসিসি বিশ্বকাপের মূল-পর্বে সরাসরি খেলতে হলে ভারতের বিপক্ষে চলমান সিরিজে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু প্রথম তিন ম্যাচের দুটিই জিতে সিরিজ হার ইতোমধ্যে এড়িয়েছে ভারত।

একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

অ্যান্টিগায় সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী ভারত জয় পেয়েছে হেসেখেলেই। টস জিতে ব্যাট করতে নেমে ধীরস্থির ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫১ সংগ্রহ করে বিরাট কোহলির দল। মহেন্দ্র সিং ধোনি ৭৮ রান করে অপরাজিত থাকেন। ওপেনার আজিংকা রাহানের ব্যাট থেকে আসে ৭২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর স্বাগতিকদের উপর চাপ সৃষ্টি করে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন ভারতীয় বোলাররা। শেষপর্যন্ত ১১.৫ বল বাকি রেখেই ১৫৮ রানে গুটিয়ে যায় জেসন হোল্ডারের দল। দলের পক্ষে কেউই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।