ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি-যুবরাজের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
কোহলি-যুবরাজের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ! ফিক্সিংয়ে জড়িত কোহলি-যুবরাজ, দাবি মন্ত্রীর-ছবি:সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই অন্যরকম রোমাঞ্চ। ভারতের হার কোনোভাবেই মেনে নিতে পারেন না দেশটির জনগন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের হার এখনও মেনে নিতে পারছেন না দেশটির এক মন্ত্রী।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিক্সিং করেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিং। ভারতের কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী রামদাস আথওয়াল এমনই দাবি করেছেন।

মন্ত্রীর এমন অভিযোগের পর ক্রিকেট-পাড়ায় শুরু হয়েছে শোরগোল। শুধু ফিক্সিংয়ের অভিযোগই যেখানে হইচই ফেলতে যথেষ্ট, রামদাস সেখানে দুই খেলোয়াড়ের নামও উত্থাপন করেছেন তার দাবিতে!

রামদাস তার অভিযোগ জানান, ‘ফাইনাল ম্যাচে ইচ্ছে করেই নিজেদের সেরাটা ঢেলে দেননি যুবরাজ ও কোহলি। এজন্যই ম্যাচের ফল ভারতের বিপক্ষে গেছে। ’

মন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় দলে যারা পারফর্ম করতে পারবে না, তাদের বিশ্রাম নেওয়াই উচিত। তাদের বদলে ভালো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক। পৃথিবীর সব প্রান্তে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। যুবরাজ এবং ভারতের অন্য ব্যাটসম্যানরাও যথেষ্ট ভালো। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সবাই ব্যর্থ হলো। আমার মনে হয় ওরা হারার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল। ’

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী স্বদেশী খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন। পরে তাকে একহাত নিয়েছিলেন লঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। এর জন্য অবশ্য শাস্তিও পেয়েছিলেন তিনি। ভারতীয় মন্ত্রী রামদাস আথওয়ালের অভিযোগের রেশ এবার কতদূর পর্যন্ত গড়ায় সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।