ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

২০২০ পর্যন্ত থাকবেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
২০২০ পর্যন্ত থাকবেন শোয়েব মালিক ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় বলবেন না ৩৫ বছর বয়সী পাকিস্তানের সিনিয়র তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। মিসবাহ-ইউনিসদের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর শোয়েব মালিকের অবসর নিয়ে গুঞ্জন উঠলেও সিনিয়র এই তারকা সাফ জানিয়ে দিয়েছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।

ডানহাতি এ অলরাউন্ডার জানিয়েছেন, দেশের জার্সিতে ওয়ানডে বিশ্বকাপ জিততে মুখিয়ে আছেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর ক্রিকেটকে বিদায় জানাবেন।

এর আগে অবসর নিয়ে কিছু ভাববেন না তিনি।

১৯৯৯ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন শোয়েব মালিক। জাতীয় দলের জার্সিতে ৩৫টি টেস্ট, ২৫২টি ওয়ানডে এবং ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তানের এই অলরাউন্ডার সবশেষ আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার স্বাদ নিয়েছেন। তিনি জানান, ‘যদি আমার বর্তমান ফর্ম নষ্ট হয়ে না যায় এবং আমার ফিটনেস ধরে রাখতে পারি তাহলে অবশ্যই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। আমার ইচ্ছে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে তিনটি আইসিসি ইভেন্ট জেতা। দুটি এরই মধ্যে জিতে গেছি। এবার লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। ’

শোয়েব মালিক যোগ করেন, ‘সব কিছু নির্ভর করছে আমি সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের সাফল্যে কতটুকু অবদান রাখতে পারছি তার ওপর। দলের বোঝা হয়ে থাকতে চাই না। যদি কখনো মনে হয় আমি দলের বোঝা হয়ে যাচ্ছি তাহলে অবশ্যই নিজ থেকে সরে দাঁড়াব। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ জিতবো বলেই বিশ্বাস করি। ’

শোয়েব মালিক আরও যোগ করেন, ‘২০১৫ সালের নভেম্বরে আমি টেস্ট ছেড়েছি। কারণ আমি টি-টোয়েন্টি আর ওয়ানডেতে আরও বেশি মনোযোগ দিতে চাই। চ্যাম্পিয়নস ট্রফি জয় আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করছি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গে থাকতে পেরে। আর এ মুহূর্তে কোনো চাপ অনুভব করছি না। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।