ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী হোল্ডারে ভারতকে হারালো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
বিধ্বংসী হোল্ডারে ভারতকে হারালো ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ টেনেটুনে কোনো মতে ১৮৯ রান সংগ্রহ করে। ভারতের মতো বিশাল ব্যাটিং লাইনআপের কাছে এই রান কিছুই না। কিন্তু দায়িত্ব নিলেন ক্যারিবীয় অধিনায়ক নিজেই। তার বিধ্বংসী বোলিংয়ে শেষ পর্যন্ত ১১ রানে হারে ভারত।

ফলে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি জিতে ২-১ এ ব্যবধান কমালো স্বাগতিকরা। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

অ্যান্টিগায় রোববার মুখোমুখি হয় ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই মেরুর দুই দল। তবে ভারত আগের দুই ম্যাচে যেভাবে দাপটের সঙ্গে জিতেছে, ভাবা হচ্ছিল এ ম্যাচেও সে রকই জয় আসবে। তবে রোমাঞ্চ ছড়ালেন হোল্ডার।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরু থেকেই উইকেট পড়তে থাকে। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুট চলে যায় সফরকারীরা। তবে পুরো সিরিজে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আজিঙ্কে রাহানে অবিচল থাকেন। আর আগের ম্যাচের নায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়েন। কিন্তু রাহানে ৬০ ও ধোনি ৫৪ রানে বিদায় নিলে আর কেউ দলের হাল ধরতে পারেননি। ফলে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে তাদের ইনিংস শেষ হয়।

৯.৪ ওভার বোলিং করে ২৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন হোল্ডার। এছাড়া দুটি উইকেট তুলে নেন আলজারি জোসেফ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মন্থর ব্যাটিংয়ে দুইশ রানও পেরোতে পারেনি ক্যারিবীয়রা। দলের হয়ে দুই ওপেনার এভিন লিউইস ও কায়েল হোপ সমান ৩৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তুলে নেন উমেশ যাদব ও হার্দিক পান্ডে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।