ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ধীরগতির ব্যাটিংয়ে গাঙ্গুলিকে ছাড়িয়ে ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ধীরগতির ব্যাটিংয়ে গাঙ্গুলিকে ছাড়িয়ে ধোনি ছবি: সংগৃহীত

লো-স্কোরিং ম্যাচে অর্ধশতক হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। উল্টো ধীরগতির ব্যাটিংয়ে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে ২০০১ সালের পর সবচেয়ে বেশি বল খেলে হাফসেঞ্চুরির নজির গড়েছেন। ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলিকে।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে ১৭৮-এ গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১১৪ বল মোকাবেলায় ৫৪ রানের ইনিংস খেলেন ধোনি।

ফিফটি করেন ১০৮ বলে।

২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ে ১০৫ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন গাঙ্গুলি। এক যুগ পর সেটি ভাঙলেন ধোনি। এ তালিকায় তৃতীয় স্থানেও গাঙ্গুলির নাম (১০৪ বলে ফিফটি, ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে)।

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাঁচিয়েছে ক্যারিবীয়রা। চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) জ্যামাইকায় পঞ্চম ও শেষ ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।