ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-ওয়ার্ন-শোয়েবদের অধিনায়ক কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
শচীন-ওয়ার্ন-শোয়েবদের অধিনায়ক কোহলি শচীন-ওয়ার্ন-শোয়েবদের অধিনায়ক কোহলি-ছবি:সংগৃহীত

শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, শোয়েব আকতার ও বিরাট কোহলির মতো বিশ্বসেরা তারকারা রয়েছেন একই দলে। তবে এই দলের ক্রিকেটাররা খেলতে মাঠে নামছেন না। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেমস টেইলরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তারা।

ইংল্যান্ডের তরুণ প্রতিভা হিসেবে ক্রিকেটে জনপ্রিয়তা পান টেইলর। তবে খুব অল্প দিনেই হৃদরোগে আক্রান্ত এ ডানহাতি ব্যাটসম্যান প্রিয় খেলাকে বিদায় জানান।

লিচেস্টারের এই ক্রিকেটার তার দলে রেখেছেন সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটারকে। রয়েছেন কাউন্টিতে সফল দু’জন ক্রিকেটারও।

ওপেনিংয়ে তিনি টেন্ডুলকারের সঙ্গে রেখেছেন নিজ দেশের অ্যালিস্টার কুককে। তিন নম্বরে আছেন অধিনায়কের দায়িত্বে থাকা বিরাট কোহলি। তার পরেই রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কাউন্টি ক্রিকেটার এইছডি অ্যাকম্যানের পরে আছেন অলরাউন্ডার বেন স্টোকস।

উইকেটরক্ষক হিসেবে অাছেন সাবেক ইংলিশ তারকা পল নিক্সন। রয়েছেন বাঁহাতি কাউন্টি স্পিনার ক্লাউদিও হেন্ডারসন। তবে মূল স্পিনারের ভূমিকায় আছেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন। দুই পেসার হিসেবে আছেন সাবেক ও বর্তমান দুই বিশ্বসেরা শোয়েব আকতার ও মিচেল স্টার্ক।

জেমস টেইলরের সর্বকালের সেরা একাদশ: অ্যালিস্টার কুক, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, এইচএডি অ্যাকম্যান, বেন স্টোকস, পল নিক্সন (উইকেটরক্ষক), ক্লাউদিও হেন্ডারসন, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।