ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

লর্ডস টেস্ট মিস করছেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
লর্ডস টেস্ট মিস করছেন ডু প্লেসিস ছবি: সংগৃহীত

লর্ডসে হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে থাকতে পারছেন না দক্ষিণ আফ্রিকার টেস্ট দলপতি ও তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। তার জায়গায় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার।

সাদা পোশাকে তথা প্রোটিয়াদের জাতীয় দলকে এবারই প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন এলগার।

প্লেসিসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডি ব্রুইন কিংবা আইডেন মার্করাম।

ডি ব্রুইন জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেললেও এখনও অভিষেকের অপেক্ষায় মার্করাম।

এর আগে ডু প্লেসিসের অনুপস্থিতিতে এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক করে টি-টোয়েন্টির দল ঘোষণা করা হয়।

প্রথম সন্তানের বাবা হওয়ার কারণে দেশে ফিরে যাওয়ায় পুরো সিরিজটি মিস করছেন টেস্ট ও টি-২০ অধিনায়ক ডু প্লেসিস। সব ঠিক থাকলে টেস্ট শুরুর আগেই ফেরার কথা ছিল তার।

দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানান, ‘গত সপ্তাহে ডু প্লেসিস প্রথমবারের মতো বাবা হয়েছেন। কিন্তু, তার স্ত্রী সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়েন। তাদের সন্তানও কিছুটা অসুস্থ। তাই স্ত্রী-সন্তানের পাশে থাকার জন্য ডু প্লেসিস প্রথম টেস্টে খেলতে পারবেন না। ট্রেন্ট ব্রিজে আগামী ১৪ জুলাই দ্বিতীয় টেস্ট হবে। আমরা আশা করছি এর আগেই ডু প্লেসিস ফিরে আসবে। ’

লর্ডসে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ৬ জুলাই থেকে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।