ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আপাতত ফিটনেসে গুরুত্ব মুমিনুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
আপাতত ফিটনেসে গুরুত্ব মুমিনুলের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ১০ জুলাই থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। তার আগেই নিজেকে ফিট রাখতে এখন মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লাল-সবুজের টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।

জিম করছেন, করছেন রানিংও। আপাতত তার সবিশেষ গুরুত্ব এই দুটো বিষয়ের ওপরেই।

এরপর তিনি ভাববেন ব্যাটিং ও বোলিং নিয়ে।

সোমবার (৩ জুলাই) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি একথা বলেন। মুমিনুল জানান, ‘জিম এবং রানিং সেশনে গুরুত্ব দিচ্ছি। অনেকদিন পর অনুশীলনে আসলে আমার মনে হয় ফিটনেস নিয়ে কাজ করা উচিত। তারপরে ব্যাটিং-বোলিংয়ে আস্তে আস্তে যাব। ’

এ বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে একেবারেই প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি মুমিনুল। প্রথম ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭ আর দ্বিতীয় ইনিংসে ছিল মাত্র ৫ রান। যা তাকে ছিটকে দেয় সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে।

বিষয়টি যে কোনো প্রসিদ্ধ ব্যাটসম্যানের মন খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু মুমিনুলের বেলায় তেমনটি হচ্ছে না। বরং চাইছেন ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজ দিয়েই ছন্দে ফিরতে। তবে সেই কাজটি খুব বেশি সহজ হবে না বলেও বিশ্বাস এই টাইগার টেস্ট ব্যাটসম্যানের।  
 
তিনি যোগ করেন, ‘খারাপ খেললেও আবার ওভারকাম করতে হবে। ওভারকাম করা চ্যালেঞ্জ হবে। আশা করি ওভারকাম করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।