ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগকে কাজে লাগাতে চান আল আমিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
সুযোগকে কাজে লাগাতে চান আল আমিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুশ্চিন্তার মেঘ অনেক আগেই কেটেছে বাংলাদেশের পেসার আল আমিনের। বোলিং অ্যাকশনে এখন কোনো সমস্যাই নেই তার। জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি।

আল আমিন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ধারাবাহিক পারফরমেন্সে ব্যর্থতা এবং শৃঙ্খলাজনিত কারণেই দল থেকে বাদ পড়েন তিনি।

দৃষ্টি এবার জাতীয় দলে ফিরে আসার।

আগস্টেই আবার সরগরম হবে বাংলাদেশের ক্রিকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। হোম সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন আল আমিন।

২৯ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ১০ জুলাই।  

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলার পরেও আফগানিস্তানের বিপক্ষে ডাক পাননি আল আমিন। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। এরপরের বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে ছিলেন। গত প্রিমিয়ার লিগের আসরে ১৪ ম্যাচে ২৯টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় আল আমিন ছিলেন তিন নম্বরে। এবার জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেলে নিজের সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করতে চান এই পেসার, ‘জাতীয় দলে ফেরার পুরো ইচ্ছে আছে। গত প্রিমিয়ার লিগে অনেক কষ্ট করেছি এবং সেই কষ্ট বৃথা যায়নি। নির্বাচকরাও নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন আমার পারফরমেন্সে। নির্বাচকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। এবার প্রাথমিক দলে ডাক পাওয়ার পর মূল দলে ফেরার ব্যাপারেও আশাবাদী আমি। ’

আল আমিন আরও জানান, ‘জাতীয় দলের ক্যাম্পে জায়গা পাওয়ার পর এই সুযোগকে হাতছাড়া করতে চাইনা। ফিটনেস এবং শৃঙ্খলার বিষয়েও নজর দিতে চাই। নিজেকে যা প্রমাণ করার তা এই ক্যাম্পেই করতে হবে। ক্যাম্পে যদি বোলিং দিয়ে কোচ-নির্বাচকদের খুশি করতে পারি, তাহলে হয়তো সুযোগ আবার আসবে। তাই আমি চেষ্টা করব সুযোগকে ১০০ শতাংশ কাজে লাগাতে। ফিটনেস, শৃঙ্খলা সবদিক মেনে চলার চেষ্টা করব, যেনো সুযোগ আসলে সেটা কাজে লাগাতে পারি। ’

বাংলাদেশের হয়ে মাত্র ৬টি টেস্ট খেলেছেন আল আমিন। ওয়ানডে ম্যাচও খুব একটা বেশি খেলা হয়নি ২৭ বছর বয়সী এই পেসারের। ১৪টি ওয়ানডে ম্যাচের পাশাপাশি ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তার নামের পাশে উইকেট যথাক্রমে ৬, ২১ ও ৩৯টি। লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে আল আমিন একশোর ওপরে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।