ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
অস্ট্রেলিয়ার সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ

ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটারদের মধ্যে বেশ কিছু দিন ধরেই চলছে টানাপোড়ন। এর ফলে দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব বেড়েই চলছে। যার মূল কারণ ক্রিকেটারদের সঠিক পাওনা বুঝিয়ে না দেওয়া। এমন দাবি স্মিথ-ওয়ার্নারদের।

বোর্ডের অনড় অবস্থানের বিপরীতে ক্রিকেটাররাও হুমকি দিয়েছেন ক্রিকেট বর্জনের। এতে কিছুটা সংশয় দেখা দিয়েছে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে।

তবে, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই টানাপোড়ন নিয়ে মোটেই ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি।

জালাল ইউনুস জানান, ‘আমরা কেন উদ্বিগ্ন হবো? এটি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমস্যা। ওরাই তা সমাধান করবে। আগ বাড়িয়ে আমাদের উদ্বেগ দেখানোর কিছু নেই। ’

গত ২ জুলাই একটি সভা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) নির্বাহী কমিটি। সেই সভায় মোট ১৪টি ধারা তুলে ধরে এসিএ। যেখানে পঞ্চম ধারায় অজিদের আসন্ন বাংলাদেশ ও ভারত সফর সম্পর্কে বলা হয়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি সমঝোতায় আসে তবে ক্রিকেটাররা অবশ্যই বাংলাদেশ ও ভারত সফর করতে ইচ্ছুক। কিন্তু এমনটি যদি তারা না করে, সেক্ষেত্রে এই সফরগুলোতে খেলোয়াড়রা থাকবে না। ’

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি চূড়ান্তও হয়ে গেছে। এরপরই রয়েছে তাদের ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ। তবে এখন সফরগুলো শঙ্কার মধ্যে পড়ে গেছে। এর মধ্যে সমঝোতা চুক্তি না হলে ১২ জুলাই শুরু দক্ষিণ আফ্রিকা সফরে যাবে না অস্ট্রেলিয়া ‘এ’ দল!

জালাল ইউনুস আরও বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে আগামী মাসের মাঝামাঝি। এখনও দেড় মাস সময় বাকি। এর মধ্যে তো অনেক কিছু হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চিন্তিত হতে পারে, যেহেতু ঐ সফরটি একেবারে সামনে। ওদের তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জানতে চাওয়ার অধিকার রয়েছে সফরটি হবে কি হবে না। আমাদের সিরিজের অনেক সময় বাকি। এখনই তাই ওসব নিয়ে আমরা ভাবছি না। ’

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।