ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডায়নামাইটসে লঙ্কান হার্ডহিটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ঢাকা ডায়নামাইটসে লঙ্কান হার্ডহিটার ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সময় যতো এগিয়ে আসছে বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ততই নিজেদের দল শক্তিশালী করে নিচ্ছে। বিদেশি ক্রিকেটারের এ তালিকায় সর্বশেষ সংযোজন নিরোশান ডিকভেলা। শ্রীলঙ্কান উইকেটরক্ষক হার্ডহিটার ব্যাটসম্যান ডিকভেলাকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস।

গেল আসরের শিরোপা জয়ী দলটি এরই মধ্যে বেশ কিছু তারকা বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

এ নিয়ে ঢাকা ডায়নামাইটসের বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৯-এ গিয়ে দাঁড়ালো।

ডিকভেলার আগে ঢাকা শিবিরে নাম লিখিয়েছেন কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, রভম্যান পাওয়েল, আসেলা গুনারত্নে। ঢাকা ডায়নামাইটস সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের তারকা হার্ডহিটার ব্যাটসম্যান কেভিন পিটারসেনকেও দলে টানার চেষ্টা চালাচ্ছে তারা।

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন ডিকভেলা। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেজ এ খবর নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী ডিকভেলা। ২০১৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা এই তারকা প্রথমবারের মতো বিপিএলে খেলতে এলে পুরো মৌসুমের জন্য তাকে পেতে চাইছে ঢাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।