ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফখরকে হতাশ করেছিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ফখরকে হতাশ করেছিলেন ধোনি ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের ‘এক্স ফ্যাক্টর’ ছিলেন ফখর জামান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে অখ্যাত থেকে পেয়ে যান তারকাখ্যাতি। কিন্তু স্মরণীয় ম্যাচটিতে ফখরকে হতাশ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী ফখর জামান। চারটি ওয়ানডে খেলেই আলোচিত এ বাঁহাতি ওপেনার বলেন, ‘যখন আমি ভালো ব্যাটিং করছিলাম, কোহলি ও অন্যরা আমাকে কিছু কথা বলেছিল।

যখন সেঞ্চুরি করলাম ভেবেছিলাম তারা এসব বাদ দেবে। ’

‘কিন্তু যখন কোহলির দিকে তাকালাম, আমি দেখেছি তিনি নিচের দিকে তাকিয়ে আছে তবে আমার জন্য হাততালি দিয়েছে। আমি ধোনির দ্বারা হতাশ হয়েছি। আমার সেঞ্চুরির পর তিনি যথেষ্ট প্রতিক্রিয়া দেখাননি। ’-যোগ করেন ফখর।

লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ফাইনালে (১৮ জুন) পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেছে টিম ইন্ডিয়া। ১৮০ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবেন ধোনি-কোহলিরা। ফখরের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের দেয়া ৩৩৮ রান তাড়া করতে নেমে অামির-হাসান আলীদের বোলিং তোপে ১৯.৩ ওভার বাকি থাকতে ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

পাকিস্তানের নৌবাহিনীর সাবেক নাবিক ফখরই ছিলেন ট্রাম্প কার্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের লিডিং রানস্কোরার তিনি। চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে করেন ২৫২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্ট দিয়েই তার ওয়ানডে অভিষেক ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।