ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ফরমেটের অধিনায়ক হলেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
তিন ফরমেটের অধিনায়ক হলেন সরফরাজ ছবি: সংগৃহীত

পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের তিন ফরমেটের দলপতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে বলে আগে থেকেই সরব ছিল দেশটির ক্রিকেট বোর্ড। মিসবাহ উল হকের অবসরের পর থেকে টেস্ট দলপতির পদটি ফাঁকাই ছিল।

শূন্য সেই পদে সরফরাজকে দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমান সময়ের লড়াকু ক্রিকেটার হিসেবে পরিচিত সরফরাজ এর আগে দেশটির টি-টোয়েন্টি আর ওয়ানডের দলপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

তার অধীনেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান।

টেস্টের দলপতির দায়িত্ব পাওয়ায় তিন ফরমেটে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন ৩০ বছর বয়সী সরফরাজ।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন ২ হাজারের ওপরে রান করা সরফরাজ। ওয়ানডের জার্সিতে খেলেছেন ৭৫টি ম্যাচ আর ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সরফরাজের।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।