ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থ বাবা-মাকে নিয়ে বেঙ্গালুরু গেলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
অসুস্থ বাবা-মাকে নিয়ে বেঙ্গালুরু গেলেন সাব্বির ছবি: সাব্বিরের ফেসবুক থেকে নেওয়া

অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে আগামী ১০ জুলাই থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ। এতোদিন ছুটিতেই কাটবে টাইগারদের সময়। এর মাঝেই অসুস্থ বাবা-মাকে নিয়ে চিকিৎসার উদ্দেশে ভারতে গেলেন সাব্বির রহমান। 

বাবা-মার চিকিৎসার জন্য ভারতে যাবার আগে টাইগার এই তারকা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা ছাড়ার আগে দেশবাসীর দোয়া চেয়ে সাব্বির তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাবা-মার চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাচ্ছি।

সবাই দোয়া করবেন। ’

টাইগার ক্রিকেটারদের ছুটি শেষ হচ্ছে ৯ জুলাই। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেখানে আছেন সাব্বির।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।