ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তৈরি হচ্ছেন ইমরুল, দৃষ্টি ফিটনেসে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
তৈরি হচ্ছেন ইমরুল, দৃষ্টি ফিটনেসে ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ছেন টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে তৈরি করছেন ওপেনার ইমরুল কায়েস। তবে, বরাবরের মতোই ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই ইমরুলের। আপাতত তার মনোযোগ আসন্ন কন্ডিশনিং ক্যাম্পের দিকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখনও সেভাবে ক্রিকেটারদের আনাগোনা শুরু হয়নি। এরই মধ্যে মঙ্গলবার (০৪ জুলাই) সেখানে উপস্থিত হন ইমরুল।

সাংবাদিকদের জানান, ‘ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। এখন কাজ করব ফিটনেস নিয়ে। প্রতিটি খেলোয়াড়েরই ভালো কিছু করার লক্ষ্য থাকে প্রতিটি সিরিজে, আমারও তেমনই ইচ্ছা। শেষ টেস্ট ম্যাচগুলো যেভাবে খেলেছি, এই টেস্টেও তার ধারাবাহিকতা রাখতে চাই। ’

আগামী ১০ জুলাই শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। কন্ডিশনিং ক্যাম্প নিয়ে বলতে গিয়ে ইমরুল জানান, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে প্রায় তিন সপ্তাহের মতো ফিটনেস নিয়ে কাজ করতে পারব। ফিটনেস ঠিক রাখা আমাদের প্রথম লক্ষ্য। অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই ভালো করতে চাই। যদি সুযোগ পাই ভালো কিছুর চেষ্টা করব। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা আগের চার টেস্টেই হেরেছে বাংলাদেশ, এর তিনটি আবার ইনিংস ব্যবধানে। ২০০৮ সালে টেস্ট অভিষেক হয় ইমরুলের। তবে, সাদা পোশাকে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে খেলার জন্য উন্মুখ ইমরুল জানান, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে পারা প্রত্যেক খেলোয়াড়ের জন্য অনেক বড় সুযোগ। চেষ্টা থাকবে টিম হিসেবে খেলার। দলগতভাবে ভালো খেলে তাদের বিপক্ষে একটা ভালো ফলাফল আনাও জরুরি। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।