ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ ক্রিকেটে ফিরছেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ইংলিশ ক্রিকেটে ফিরছেন পিটারসেন কেভিন পিটারসেন/ছবি: সংগৃহীত

দুই বছরেরও অধিক সময় পর ইংল্যান্ডের মাটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন কেভিন পিটারসেন। ন্যাটওয়েস্ট টি-২০ ক্রিকেট লিগে সারের জার্সিতে ব্যাটে ঝড় তুলবেন সাবেক ইংলিশ অধিনায়ক।

.এর আগে পিটারসেন নিশ্চিত করেছিলেন, নিজ দেশে এবারের আসরের পর আর ঘরোয়া প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবেন না। টি-২০ ব্লাস্টে অংশ নিতেই আগস্টে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন ৩৭ বছর বয়সী এ ব্যাটিং জিনিয়াস।

নিজের অফিসিয়াল টুইটার পেজে ব্যাট হাতে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কেপি, ‘আজ একটি অসাধারণ দিন হতে যাচ্ছে। আমি সারে ক্রিকেট টিমের সঙ্গে অনুশীলন করেছি। ইংল্যান্ডে আবারো ক্রিকেট খেলা নিয়ে আমি উচ্ছ্বসিত। ’

আগামী শুক্রবার (৭ জুলাই) ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের চতুর্থ আসরের পর্দা উঠবে। ১৮ দলের শিরোপা লড়াইয়ে উদ্বোধনী দিনে সাতটি ম্যাচ মাঠে গড়াবে। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে  এসেক্সের মুখোমুখি হবে সারে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।