ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের শঙ্কায় অস্ট্রেলিয়ার সফর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ফের শঙ্কায় অস্ট্রেলিয়ার সফর ছবি:সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির ক্রিকেটারদের বিরোধ এই মুহূর্তে আরও চরমে পৌঁছে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় ‍অজিদের ‘এ’ দলের সফর করছেন না উসমান খাজার নেতৃত্বে ক্রিকেটাররা। এর ফলে আসছে আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আরও শঙ্কার মধ্যে পড়লো।

বর্তমানে চাকরি হারানো প্রায় ২’শ ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনও কোনো সমঝোতায় পৌঁছায়নি। ধারণা করা হয়েছিল এই সপ্তাহে সিএ ও  দেশটির ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) বৈঠকে বসবে।

তবে এমনটি না হলে সফর প্রত্যাহার করে ‘এ’ দলের ক্রিকেটাররা।

সিএ ও দেশটির ক্রিকেটারদের মধ্যে বেশ কিছু দিন ধরেই চলছে টানাপোড়ন। এর ফলে দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব বেড়েই চলছে। যার মূল কারণ ক্রিকেটারদের সঠিক পাওনা বুঝিয়ে না দেওয়া। এমন দাবি স্মিথ-ওয়ার্নারদের।

এর আগে গত ২ জুলাই একটি সভা করে এসিএ নির্বাহী কমিটি। যেখানে উপস্থিত ছিলেন এসিএ’র প্রধান অ্যালিস্টার নিকলসন, অজিদের ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা, সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ও সাবেক নারী ক্রিকেটার ক্লে স্মিথ। সেই সভায় মোট ১৪টি ধারা তুলে ধরে এসিএ। যার মূলে থাকে ক্রিকেটারদের পাওনা ঠিক মতো বুঝি দেওয়া না হলে ভবিষ্যত সফর বাতিল করা হবে ক্রিকেটারদের পক্ষ থেকে।

দ.আফ্রিকা সফর না করার ব্যাপারটি বৃহস্পতিবার সকালে ব্রিসবেনে এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন জানান। যেখানে ‘এ’ দলে অধিনায়ক উসমান খাজা ছাড়াও রয়েছেন ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা।

এক বিবৃতিতে নিকলসন বলেন, ‘ এটি খুবই হতাশার যে বর্তমান সমস্যা নিয়ে এখনও কোনো সমাধান হয়নি। ফলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটারার দ.আফ্রিকা সফরে না যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। আর এই সিদ্ধান্তটি ২’শ জন নারী ও পুরুষ চাকরি হারানো ক্রিকেটারদের পক্ষ থেকে করা হয়েছে। ’

এদিকে সেই ১৪টি ধারার পঞ্চম ধারায় অজিদের আসন্ন বাংলাদেশ ও ভারত সফর সম্পর্কে বলা হয়েছিল, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি সমঝোতায় আসে তবে ক্রিকেটাররা অবশ্যই বাংলাদেশ ও ভারত সফর করতে ইচ্ছুক। কিন্তু এমনটি যদি তারা না করে, সেক্ষেত্রে এই সফরগুলোতে খেলোয়াড়রা থাকবে না। ’

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি চূড়ান্তও হয়ে গেছে। এরপরই রয়েছে তাদের ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ। তবে এখন সফরগুলো শঙ্কার মধ্যে পড়ে গেছে।

ক্রিকেটাররা যদি সিরিজ বয়কট করে তবে হয়তো নতুন পদক্ষেপ নেবে সিএ। সেই ক্ষেত্রে নিম্ন মানের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাংলাদেশের। এর আগে টাইগাররা ২০০৯ সালে যেমনটি খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেবার ক্যারিবীয় মূল দলের ক্রিকেটাররা পাওনার অভিযোগে সিরিজ বয়কট করে। আর বাংলাদেশ খেলে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।