ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মাইলফলকের সামনে আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
মাইলফলকের সামনে আমলা ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লর্ডস টেস্ট দিয়ে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নেমে ব্যাট হাতে আর মাত্র ৪৮ রান করলেই দারুণ এক মাইলফলকে নাম লেখাবেন ওপেনার হাশিম আমলা।

ডানহাতি এ ব্যাটসম্যান এখন পর্যন্ত ১০৩ টেস্টে করেছেন রান ৭৯৫২। আর মাত্র ৪৮ রান করলেই চতুর্থ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৮ হাজার রানের মাইলফলক ছুঁবেন আমলা।

এর আগে এ মাইলফলক অতিক্রম করেছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্স। ১৩ হাজার ২০৬ রান করা জ্যাক ক্যালিস প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার নামের পাশে ১৬৫টি টেস্ট ম্যাচ। ৯ হাজার ২৫৩ রান করা গ্রায়েম স্মিথ খেলেছেন ১১৬টি টেস্ট। আর এবিডি ভিলিয়ার্স ৮ হাজার ৭৪ রান করেছেন ১০৬টি ম্যাচ খেলে।

উল্লেখ করার মতো বিষয় হলো, ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের রেকর্ডের মালিক হামিশ আমলা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।