ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক রুটময় প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
অধিনায়ক রুটময় প্রথম দিন ছবি: সংগৃহীত

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের প্রথম দিনটি নিজের করে নিলেন জো রুট। দিনশেষে যখন মাঠ ছাড়েন তার নামের পাশে অপরাজিত ১৮৪। দলীয় স্কোর পাঁচ উইকেটে ৩৫৭। রুটের দুর্দান্ত ব্যাটিংয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর ধাক্কা সামলে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড।

লর্ডসে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। ৭৬ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল স্বাগতিক শিবির।

সেখান থেকেই দলকে টেনে তোলেন রুট। দুই ওপেনার সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ৩ ও কিটন জেনিংস ৮ রান করে আউট হন। গ্যারি ব্যালান্স ২০ ও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১০।

ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন্সি অভিষেকে সেঞ্চুরি উদযাপন করেন রুট। চার উইকেট হারানোর পর বেন স্টোকসের (৫৬) সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর মঈন আলীকে (৬১ অপ.) নিয়ে ষষ্ঠ উইকেটে ১৬৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন।

প্রোটিয়াদের হয়ে ভারনন ফিল্যান্ডার তিনটি উইকেট লাভ নেন। একটি করে নেন মরনে মরকেল ও কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।