ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজামামের পকেটে ১ কোটি, সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
ইনজামামের পকেটে ১ কোটি, সমালোচনার ঝড় ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলা পাকিস্তান দলকে পুরস্কৃত করেছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তাতে পুরস্কারের বড় অংশ পেয়েছেন দেশটির সাবেক তারকা ও বর্তমান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

ইনজামাম প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাচ্ছেন ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি (১ কোটি রুপি)।

বাকি নির্বাচকদের মধ্যে তৌসিফ আহমেদ, ওয়াসিম হায়দার আর ওয়াজাহাতুল্লাহ পাচ্ছেন ১ মিলিয়ন রুপি।

তাদের থেকে ১০ গুণ বেশি পাচ্ছেন ইনজামাম। এতেই শুরু হয়েছে সমালোচনা। পিসিবির এক সূত্র জানিয়েছে, ইনজামামের অনেক ঘনিষ্ঠজনের মধ্যে লাহোরের এক প্রভাবশালী ব্যক্তির প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম সমালোচনা করে জানান, ‘প্রধান কোচ ও অন্য স্টাফরা যেখানে ৫ মিলিয়ন রুপি করে পাচ্ছেন, সেখানে প্রধান নির্বাচককে ১০ মিলিয়ন রুপি দেওয়ার কোনো মানে হয় না। শুধু তাই নয়, প্রধান নির্বাচক ও অন্য নির্বাচকদের মাঝেও বৈষম্য করা হয়েছে। ’

আরেক সাবেক প্রধান নির্বাচক মহসিন হাসান খান জানান, ‘দল ভালো করলে নির্বাচকদের আর্থিক পুরস্কার দেওয়া শুরু হলো কবে থেকে? এই অর্থ তো দেশের ক্রিকেটের ডেভলপমেন্টের জন্য ব্যয় করার কথা। ’

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।