ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
আইপিএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন শেন ওয়ার্ন ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসরে আবারো দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে। তবে, খেলোয়াড় হিসেবে নয়, এগারোতম আসরে রাজস্থান রয়েলসের কোচ-মেন্টর হিসেবে থাকবেন তিনি।

প্রথম আসরেই রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্ন। শিরোপাও পাইয়ে দিয়েছিলেন তিনি।

দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৬, ২০১৭ আসরে বহিষ্কার হয়েছিল চেন্নাই ও রাজস্থান। তার আগে ওয়ার্ন চলে যাবার পর দলটির দায়িত্ব বর্তেছিল রাহুল দ্রাবিড়ের ওপর।

ভারতের সাবেক দলপতি রাহুল দ্রাবিড় দেশটির ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী বোর্ডের কোনো কোচ আইপিএলের দলে কোচ হিসেবে থাকতে পারবেন না। তাছাড়া, গত বছরের মার্চে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন।

এবার তাই রাজস্থান ওয়ার্নের কাছেই ফিরেছে। রাজস্থানের জার্সিতে ৫৫ ম্যাচ খেলা এই স্পিন কিংবদন্তি বর্তমানে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের ধারাভার্ষকার হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।