ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিকল্প আছে ভারতের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
অস্ট্রেলিয়ার বিকল্প আছে ভারতের হাতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটারদের মধ্যে চলছে টানাপোড়ন। এর ফলে দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব বেড়েই চলছে। যার মূল কারণ ক্রিকেটারদের সঠিক পাওনা বুঝিয়ে না দেওয়া। এমন দাবি স্মিথ-ওয়ার্নারদের। তাতে অস্বস্তিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

বোর্ডের অনড় অবস্থানের বিপরীতে ক্রিকেটাররাও হুমকি দিয়েছেন ক্রিকেট বর্জনের। এতে কিছুটা সংশয় দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ ও ভারত সফরের।

তবে, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই টানাপোড়ন নিয়ে মোটেই ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই। জানা গেছে, এমন পরিস্থিতিতে বিকল্প ভাবতে শুরু করেছে ভারত। বিকল্প শিডিউলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে চায় টিম ইন্ডিয়া।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি চূড়ান্তও হয়ে গেছে। এরপরই রয়েছে তাদের ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ। তবে এখন সফরগুলো শঙ্কার মধ্যে পড়ে গেছে। এর মধ্যে সমঝোতা চুক্তি না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর ইতোমধ্যেই বয়কট করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে না পেলে বসে থাকবে না ভারত। অজিদের পরিবর্তে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে আলাদা আলাদাভাবে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। ইতোমধ্যে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অবহিত করে রেখেছে কোহিল-ধোনিদের বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হচ্ছে, তাতে রাজি হয়েছে কিউই-লঙ্কানরা।

নভেম্বর-ডিসেম্বরে হতে পারে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক সিরিজ। তাতে, লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজই খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। তাই লঙ্কানদের বিপক্ষে পাওনা সিরিজ খেলতেই তাদের তৈরি থাকতে অনুরোধ করেছে বিসিসিআই। এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেললেও পাওনা সিরিজ হিসেবে সীমিত ওভারের ম্যাচ খেলার কথা জানিয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।