ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বেবি-ফেস’ মিরাজে আশাবাদী ত্রিনবাগো নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
‘বেবি-ফেস’ মিরাজে আশাবাদী ত্রিনবাগো নাইট রাইডার্স ‘বেবি-ফেস’ মিরাজে আশাবাদী ত্রিনবাগো নাইট রাইডার্স

এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশ থেকে শুধু সাকিব আল হাসানই খেলতেন। লিগের এবারের মৌসুমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

দলটির অজি স্পিনার ব্র্যাড হগ খেলতে না পারায় তার পরিবর্তে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডাকা হয়েছে।

সিপিএল নিলামে প্রথমে ছিলেন না বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার।

নিলাম শেষে এই তরুণ তুর্কিকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে মিরাজ ও ফ্র্যাঞ্চাইজি দলটি। নিজেদের ফেসবুক পেজে মিরাজকে ‘বেবি-ফেস (Baby Face)’ হিসেবে আখ্যায়িত করেছে নাইট রাইডার্স।

টাইগার এই স্পিনার প্রসঙ্গে ক্লাবটি লিখেছে, ‘নিজের স্মার্ট বোলিংয়ের মাধ্যমে মিরাজ প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। ’

আর ক্যারিবিয়ান লিগে ডাক পাওয়াটা নিজের জন্য সুখবর বলেই জানিয়েছিলেন সময়ের আলোচিত এই অলাউন্ডার, ‘সিপিএলে সুযোগ পাওয়া আমার জন্য সুখবর। আমাদের দেশের মানুষের জন্যও সুখবর। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ও ভালো বিষয়। যেহেতু আমি জুনিয়র তাই এখান থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। ’

সিপিএলের এবারের আসরে অংশ নিলে মিরাজ অধিনায়ক হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে। আরও থাকছেন উইন্ডিজ তারকা সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, দিনেশ রামদিন, নিকিতা মিলার, রনশফোর্ড বিটনকে। মিরাজদের দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মুরনো, হামজা তারিক ও শাদাব খান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।