ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রুট কীর্তিতে চালকের আসনে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রুট কীর্তিতে চালকের আসনে ইংলিশরা ছবি: সংগৃহীত

অধিনায়কত্বের অভিষেকেই সব আলো কাড়লেন জো রুট। আক্ষেপ ১০ রানের ডাবল সেঞ্চুরি মিস। তাতে কী! দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। রুটের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে আরও ২৪৪ রানে পিছিয়ে প্রোটিয়ারা। হাতে পাঁচ উইকেট।

ম্যাচে ফিরতে কঠিন চ্যালেঞ্জের মুখে সফরকারীরা। দলীয় স্কোর এখন ২১৪।

১০৪ রানেই চার উইকেট হারানোর পর তেম্বা বাভুমা ও থিউনিস ডি ব্রুইনের ৯৯ রানের পার্টনারশিপে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দ. আফ্রিকা। ২ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ব্রুইন। সমান ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা। অর্ধশতক করে আউট হন প্রোটিয়াদের টেস্ট অধিনায়কত্বে অভিষিক্ত ডিন এলগার।

স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী দু’টি করে উইকেট লাভ করেন। বাকি উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন।

.এর আগে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাঁচ উইকেটে ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। আরও ১০১ রান যোগ হতে বাকি পাঁচ উইকেটের পতন ঘটে। আগের দিন ১৮৪ রান করা রুট শুরুতেই আউট হয়ে যান। তার অনবদ্য ইনিংসটি থামে ১৯০-এ।

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েন রুট। তার ১৯০ রানের ইনিংসটি অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের পরিসংখ্যানে চতুর্থ সর্বোচ্চ। এর চেয়ে বড় ইনিংস খেলার কীর্তি আছে তিনজনের। নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং (২৩৯), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (২০৩ অপ.) ও অস্ট্রেলিয়ার ক্লেম হিল (১৯১)।

রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের পার্টনারশিপ করা মঈন আলী (৮৭) সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে বিদায় নেন। এদিন দ্রুততম পঞ্চম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ঘরে প্রবেশ করেন মঈন (৩৮ টেস্টে)।

.শেষদিকে দলীয় স্কোরটা বড় করতে অবদান রাখেন ৫৭ রানে অপরাজিত থাকা পেসার স্টুয়ার্ট ব্রড। প্রথম দিনে অর্ধশতক করেছিলেন দলীয় ৭৬ রানে চার উইকেট হারানোর পর রুটের সঙ্গে ১১৪ রানের জুটি গড়া বেন স্টোকস (৫৬)।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন মরনে মরকেল। ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা নেন তিনটি করে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।