ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ইতিহাসে পার্টনারশিপের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ওয়ানডে ইতিহাসে পার্টনারশিপের নতুন রেকর্ড নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা/ছবি: সংগৃহীত

ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি জুটি দেখলো ক্রিকেট বিশ্ব। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে এমন অবিস্মরণীয় রেকর্ডের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। যা আগে কোনো জুটিই করে দেখাতে পারেননি।

হাম্বানটোটায় চতুর্থ ওয়ানডেতে ওপেনিং পার্টনারশিপে স্কোরবোর্ডে ২০৯ রান তোলেন দু’জন। টানা দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন ডিকভেলা।

১৩ রানের জন্য শতক বঞ্চিত হন গুনাথিলাকা। দু’জনই বাঁহাতি ব্যাটসম্যান।  

আগের ম্যাচে ২২৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন দুই সেঞ্চুরিয়ান ডিকভেলা ও গুনাথিলাকা। যা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। শীর্ষস্থান সনাথ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গার দখলে। ওপেনিংয়ে তাদের ২৮৬ রানের জুটি (লিডসে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) বিশ্বরেকর্ডও বটে।  জয়াবর্ধনেদের রেকর্ড ভাঙলেন ডিকভেলা-গুনাথিলাকা

লঙ্কানদের জার্সিতে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডেতে ৪৪.৯৪ গড়ে ৭৬৪ রান করেছেন ২৪ বছর বয়সী ডিকভেলা। ৪টি ফিফটির পাশাপাশি দু’টি শতকের মালিক তিনি। দু’টিই এসেছে এই সিরিজ থেকে।

অন্যদিকে, বয়সে ডিকভেলার চেয়ে দু’বছরের বড় গুনাথিলাকা ২৫ ম্যাচে ৩২.৫০ গড়ে করেছেন ৭৮০। ব্যাটিং গড় ৩২.৫০। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রথম ‍আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন। ক্যারিয়ারে অর্ধশতক হাঁকিয়েছেন ছয়বার।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।