ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

চমক দেখিয়ে টম মুডিকে নিচ্ছে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
চমক দেখিয়ে টম মুডিকে নিচ্ছে রংপুর ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই রংপুর রাইডার্সের মালিকানা পরিবর্তন হয়। সোহানা গ্রুপের কাছ থেকে অধিকাংশ শেয়ার কিনে নেয় বসুন্ধরা গ্রুপ। তখনই তারা জানিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে বড় চমক উপহার দেবে। আর আসর শুরুর আগেই তার কিছুটা করে দেখালো দলটি।

পঞ্চম আসরকে সামনে রেখে এখন দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো। বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর।

কদিন আগেই খুলনা টাইটান্স কোচ হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে। ঘর গোছাতে নেমে রংপুর রাইডার্স কোচ হিসেবে নিয়োগ দিল জয়াবর্ধনেদেরই সাবেক কোচ টম মুডিকে।

আসন্ন তিন আসরের জন্য প্রধান কোচ হিসেবে দলটি নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডিকে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। তিনি জানান, ‘প্রধান কোচ হিসেবে টম মুডির সাথে আমরা (রংপুর রাইডার্স) তিন বছরের চুক্তিতে গিয়েছি। তার অধীনে এখনই যদি বলি ফাইনাল খেলবো সেটা একটু বেশি বলা হয়ে যায়। আমাদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে থেকে কোয়ালিফায়ার খেলা। ’

গত আসরের শুরুটা দুর্দান্ত করেছিল রংপুর রাইডার্স। তবে শেষ দিকে সে ধারা ধরে রাখতে ব্যর্থ হলে গ্রুপপর্বেই শেষ হয় তাদের যাত্রা। গত আসরে রংপুরের কোচ ছিলেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মুডি। রংপুর রাইডার্সের অন্যতম উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের দায়িত্বে থাকা মুডিকে রংপুরের কোচ হিসেবে নিয়োগের বিষয়টি জানিয়েছেন।

২০০১ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাউন্টি ক্রিকেট ক্লাব ওস্টারশায়ারের ডিরেক্টর হিসেবে যোগ দেন মুডি। ২০০৫ সালে দায়িত্ব নেন শ্রীলঙ্কা জাতীয় দলের। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপ খেলে লঙ্কানরা। ২০১২ সাল আইপিএলের অন্যতম ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্ব নেন মুডি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।