ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিদেশি অস্ত্র রেখে দিচ্ছে রাজশাহী কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
বিদেশি অস্ত্র রেখে দিচ্ছে রাজশাহী কিংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর। পঞ্চম আসরকে সামনে রেখে এখন থেকেই দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো। দেশি-বিদেশি তারকাদের নিয়ে দল সাজাচ্ছে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক দলপতি ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পাইয়ে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি এবারো থাকছেন রাজশাহীর দলে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকেও রেখে দিচ্ছে দলটি।

 

গত আসর থেকে স্যামি-ফ্র্যাঙ্কলিনদের সঙ্গে এবারো থাকছেন সামিত প্যাটেল। দলে এই তিন তারকার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

নতুন করে ফ্র্যাঙ্কলিনের বিষয়টি জানায় রাজশাহী। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ১১০ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ। খেলেছেন ৩১টি টেস্ট। সবমিলিয়ে অভিজ্ঞ এই তারকার নামের পাশে ২০৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।