ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

৭ রানেই তামিমের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
৭ রানেই তামিমের বিদায় ৭ রানেই তামিমের বিদায়

ক’দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি মাতিয়ে ইংল্যান্ড থেকে ফিরেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আবারো ইংল্যান্ডে গেছেন। এবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাউথ গ্রুপের দল এসেক্সের হয়ে খেলতে গেছেন।

নিজের প্রথম ম্যাচেই ভক্তদের হতাশ করলেন তামিম। কেন্টের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৭ বলে একটি ছক্কায় ৭ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়েছেন টাইগার এই তারকা।


 
আগে ব্যাট করা এসেক্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। জবাবে, ১৮.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কেন্ট। ফলে, তামিমের দলকে হারতে হয় ৭ উইকেটের ব্যবধানে।
 
ব্যাটিংয়ে নেমে তামিম দলীয় ২৮ রানের মাথায় বিদায় নেন। বিদায়ের আগের বলেই লংঅন দিয়ে ছক্কা হাঁকান তিনি। আরেক ওপেনার বরুন চোপরা করেন ৩৮ বলে ৪৭ রান। তিন নম্বরে নামা উইসলি ১৩ রানে বিদায় নেন। রবি বোপারার ব্যাট থেকে আসে ৪৫ রান (৩৩ বল)। আর দলপতি রায়ান টেন ডয়েসকাটের ব্যাট থেকে আসে ১৮ বলে ঝড়ো ৩৮ রান।
 
কেন্টের কিউই তারকা জেমস নিশাম তিনটি, অ্যাডাম মিলনে দুটি উইকেট দখল করেন।
 
১৬৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার বেল ড্রামন্ডের অপরাজিত ৯০ রানে সহজেই জয় তুলে নেয় কেন্ট। ৫৫ বলে ৮টি চার আর ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার। আরেক ওপেনার ডেনলি করেন ১৬ বলে ৩২ রান। দলপতি নর্থেস্ট করেন ২৬ বলে ৩৩ রান।
 
এসেক্সের হয়ে সিমন হারমার দুটি আর আশার জাইদি একটি উইকেট দখল করেন। উইকেটশূন্য থাকেন মোহাম্মদ আমির, রবি বোপারা।
 
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।