ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুটা ভালো হলো না তামিমের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
শুরুটা ভালো হলো না তামিমের এসেক্সের জার্সিতে তামিম ইকবাল/ছবি: সংগৃহীত

শুরুটা নিজের মতো করে হয়নি তামিম ইকবালের। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এসেক্সের জার্সিতে অভিষেক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ফর্মের তুঙ্গে থাকা এ ওপেনার। তামিমের সামনে এখন সমারসেটের বিপক্ষে পরবর্তী ম্যাচে স্বরূপে ফেরার চ্যালেঞ্জ।

মাত্র ৭ রান করে আউট হওয়া তামিমের ব্যর্থতার দিনে স্বাগতিক কেন্টের কাছে ৭ উইকেটে হেরেছে এসেক্স। সমারসেটের বিপক্ষে নিশ্চয়ই সেরাটা দিতে মুখিয়ে আছেন বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস।

ইংল্যান্ডের মাটিতেই গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে নজর কাড়ে তামিমের ধারাবাহিক ব্যাটিং। সেই সুবাদে এসেক্সের হয়ে খেলার অামন্ত্রণ পেয়ে যান।

আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) ঘরের মাঠে সমারসেটটে মোকাবেলা করবে তামিমের এসেক্স। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়।

তামিমের সঙ্গে আট ম্যাচের চুক্তি করেছে এসেক্স। তাকে পেয়ে বেশ উচ্ছ্বাস ব্যক্ত করেছিলেন হেড কোচ ক্রিস সিলভারউড। তামিমের জন্য টি-২০ ব্লাস্টে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ছয় বছর আগে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন তামিম। ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার ব্যাট থেকে আসে ২৯৩। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের (টেস্ট) প্রস্তুতি নিতে এ মাসের শেষদিকে দেশে ফিরে আসতে পারেন।

পাঠকদের জন্য এসেক্সের পরবর্তী সাত ম্যাচের সূচি তুলে ধরা হলো যেসব ম্যাচে তামিমের খেলার সুযোগ রয়েছে (প্রথমে স্বাগতিক দল):

১৩ জুলাই - এসেক্স বনাম সমারসেট - দিবাগত রাত ১২টা

১৬ জুলাই - এসেক্স বনাম গ্ল্যামরগান - সন্ধ্যা সাড়ে ৭টা

১৯ জুলাই - সারে বনাম এসেক্স - রাত সাড়ে ১১টা

২১ জুলাই - এসেক্স বনাম হ্যাম্পশায়ার - দিবাগত রাত ১২টা

২৩ জুলাই - গ্ল্যামরগান বনাম এসেক্স - সন্ধ্যা সাড়ে ৭টা

২৭ জুলাই - মিডলসেক্স বনাম এসেক্স - রাত সোয়া ১১টা

২৯ জুলাই - এসেক্স বনাম গ্লৌচেস্টারশায়ার - দিবাগত রাত ১২টা

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ১০ ‍জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।