ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ নির্ধারণের প্রক্রিয়া শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ভারতের কোচ নির্ধারণের প্রক্রিয়া শুরু কোহলিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রবি শাস্ত্রী/ছবি: সংগৃহীত

ভারতের প্রধান কোচ পদে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করতে মুম্বাইয়ে একত্রিত হয়েছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। এই তিনজনকে নিয়ে গড়া ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সুপারিশেই বিরাট কোহলিদের নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গতকাল (৯ জুলাই) ছিল আবেদন করার শেষ সময়। বলা হচ্ছে, ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।

অবশ্য প্রথমে আবেদনই করেননি তিনি। কিন্তু নতুন করে সময়সীমা বাড়ানোর পর ফেভারিট হিসেবে আলোচনায় উঠে আসেন। অধিনায়ক কোহলির সঙ্গে ভালো সম্পর্ক বিবেচনায় এগিয়ে শাস্ত্রী।

১০টি আবেদনপত্র পেয়েছে বিসিসিআই। রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, ডোড্ডা গনেশ, লালচান্দ রাজপুত, ল্যান্স ক্লুজনার, রাকেশ শর্মা (ওমান ন্যাশনাল টিম কোচ), ফিল সিমন্স ও উপেন্দ্রনাথ ব্রক্ষচারী (ইঞ্জিনিয়ার, ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নেই)।

জানা যায়, এখান থেকে ছয়জনের সাক্ষাৎকার নেবে সিএসি। একটি সূত্রের বরাত দিয়ে ‘ইএসপিএনক্রিকইনফো’ বলছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন শাস্ত্রী, শেবাগ, মুডি, সিমন্স, পাইবার ও রাজপুত। অন্যদিকে, দক্ষিণ অাফ্রিকান আইকন ল্যান্স ক্লুজনার নাকি এখন পর্যন্ত স্ট্যান্ডবাই হিসেবে আছেন। তার সম্ভাবনা খুবই কুম বা নেই বললেই চলে।

গত মাসে চ্যাম্পিয়নস ট্রফি শেষে অনিল কুম্বলের পদত্যাগের পর থেকে কোচহীন টিম ইন্ডিয়া। সহকারী কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় তারা।

বিসিসিআই আগেই ঘোষণা দিয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই হেড কোচের নাম প্রকাশ করা হবে। চলতি মাসেই তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেবে ভারত। ক্যান্ডিতে প্রথম টেস্ট শুরু ২৬ জুলাই।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।