ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রমাগত বাজে মন্তব্য করেছে কোহলি: ফখর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ক্রমাগত বাজে মন্তব্য করেছে কোহলি: ফখর ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলির বিরুদ্ধে স্লেজিংয়ের কথা জানালেন পাকিস্তানের নতুন নায়ক ফখর জামান। অভিযোগ তুলে তিনি জানান, ওভালের ফাইনালে ভারতের দলপতি কোহলি তাকে ও তার ওপেনিং পার্টনারকে উদ্দেশ্য করে বিনা কারণেই ক্রমাগত বাজে মন্তব্য করতে থাকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ২৩ বলে ৩১ রান করা ফখর জামান ফাইনালে ভারতের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি হাঁকান। দলের জয়ে তার ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ আর তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন তিনি। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে খেলা না হলেও বামহাতি এই ওপেনার নিজের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালে খেলেন ১১৪ রানের ইনিংস।

ফাইনালে ব্যক্তিগত ৩ রানে আউট হয়েছিলেন ফখর। তবে, জাসপ্রিত বুমরাহের সেই কুখ্যাত ‘নো বল’ বাঁচিয়ে দেয় তাকে। সুযোগ পেয়ে পরে ১০৬ বলে করেন ১১৪ রান। তার ইনিংসে ভর করে ওভাল ফাইনালে ৩৩৮ তুলে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। ৫৯ রানের ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন আজহার আলি। দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ১২৮ রান।

‘নো বল’ এ জীবন ফিরে পাওয়ার পরই ফের স্লেজিং শুরু করেন বলে জানান ফখর, ‘বুমরাহের হাতে বল তুলে দিয়ে সে ক্রমাগত স্লেজিং শুরু করে। আজহার ও আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, একটা উইকেট পেলেই গোটা ব্যাটিং লাইনআপ ধসে পরবে। তাই প্রথম উইকেট পেলেই মজা দেখানো যাবে। আমি ও আজহার উইকেটে থাকা অবস্থান সে ক্রমাগত বাজে মন্তব্য করেছে। ’

ফখর আরও যোগ করেন, ‘নো বল’ থেকে জীবন পেয়ে নট আউট সিদ্ধান্তে ফিরে ব্যাটিং করার সময় কোহলি বারবার বলছিল, এভাবে কতক্ষণ আর বাঁচা যাবে, উইকেটের সামনের দিকেও রান কর। ’

অভিযোগের ‍সুরে কথা বললেও ফখর জানান, কোহলির স্লেজিং ক্রিকেটীয় অংশ। মাত্রা ছাড়ায়নি বলে আমরা মেনে নিয়েছি। কোনো ভারতীয় ক্রিকেটারই তাদের মাত্রা ছাড়িয়ে যাননি। সবাই দেখেছে কোহলির দল কিভাবে জিততে পারে। এটা তাদের ভালো কিছু সাফল্য এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।