ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের কাছে প্রথমবার ‘লজ্জা’ পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
জিম্বাবুয়ের কাছে প্রথমবার ‘লজ্জা’ পেল শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

নিজেদের মাটিতে আবারো হারলো শ্রীলঙ্কা। এবার হারের পাশাপাশি বড় লজ্জাই পেল লঙ্কানরা। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো লঙ্কানরা। পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে ৩-২ এ সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ৬ উইকেটে জিতলেও পরের দুই ম্যাচে হেরে যায়। লঙ্কানরা দ্বিতীয় ম্যাচে জয় পায় ৭ উইকেটে।

আর তৃতীয় ম্যাচে জিতেছিল ৮ উইকেটের ব্যবধানে। চতুর্থ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জিতেছিল। ফলে, হাম্বানটোটায় অলিখিত ফাইনালে মুখোমুখি হয় দুই দল।

শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান। জবাবে, ৩৮.১ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে জিম্বাবুয়ে। হাতে ছিল আরও ৭১টি বল।

লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন অপরাজিত থাকা গুনারত্নে। ওপেনার গুনাথিলাকা করেন ৫২ রান। ২৪ রান আসে দলপতি ম্যাথুজের ব্যাট থেকে। ১৮ রানে অপরাজিত থাকেন চামিরা। জিম্বাবুয়ে ২৮টি অতিরিক্ত না দিলে ২০০ পেরুনো সম্ভব ছিল না লঙ্কানদের।

জিম্বাবুয়ের হয়ে ১০ ওভারে ২১ রান খরচায় তিনটি উইকেট নেন সিকান্দার রাজা। দুটি উইকেট পান গ্রায়েম ক্রেমার।

২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ওপেনিং জুটি থেকেই ৯২ রান তুলে নেন হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে। ব্যক্তিগত ৪৩ রানে ফেরেন মিরে। আর মাসাকাদজা ৮৬ বলে ৯টি চার আর একটি ছক্কায় করেন ৭৩ রান।

এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মাঝে ৩৭ রান করেন মুসাকানদা। লোয়ারঅর্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান সিকান্দার রাজা। ২৭ বলে ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ছক্কা হাঁকিয়ে দলকে জেতান রাজা। ১১ রানে অপরাজিত থাকেন গ্রায়েম ক্রেমার।

শ্রীলঙ্কার ধনাঞ্জয়া চারটি আর মালিঙ্গা দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।