ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এমন পরিস্থিতিতে চালিয়ে যাওয়া কঠিন: মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমন পরিস্থিতিতে চালিয়ে যাওয়া কঠিন: মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট ক্যারিয়ারে বহুবারই সমালোচনা সহ্য করতে হয়েছে টাইগারদের সিনিয়র তারকা মাশরাফি বিন মর্তুজাকে। তবে, সমালোচকদের এমন মন্তব্য গায়ে মাখেন না মাশরাফি। মাঠেই তার সমুচিত জবাব দেন। দুই হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচার নিয়ে একবারও ভাবেননি ক্রিকেট থেকে তার দূরে থাকার কথা।

টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘প্রায় প্রতিটি সিরিজের প্রথম দুটি ম্যাচের পর আমাকে সরানোর জন্য বলা হয়। এভাবে খেলাটা কঠিন।

জানি, সিরিজের দুটি ম্যাচের পর আমাকে আবারো সরাতে বলা হবে। আমাকে এমন কথা শুনতে হবে। তাই আমিও এটি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছি। ’

৩৩ বছর বয়সী মাশরাফির ১৬ বছরই কেটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। টাইগারদের ওয়ানডে দলপতি আরও জানান, ‘উদাহরণ হিসেবে বলতে পারি, গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে ৬.৩ ওভারে ৫৮ রান দিয়েছিলাম। বুঝতে পারি আমার বোলিংটা ঠিকঠাকমতো হয়নি। তাই পরেরদিন নেটে বেশি সময় কাটানোর পাশাপাশি প্রধান কোচ এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সামনেও বোলিং করি। দু’জনের সঙ্গেই আমার সমস্যা নিয়ে কথা বলি। এরপর শুধু উইকেটরক্ষক নিয়ে নেটে নিজের সমস্যা দূর করি। যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করার। কিন্তু বারবার এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা কঠিন। ’

২০১১ বিশ্বকাপের পরে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন মাশরাফি। কঠিন প্রতিজ্ঞা নিয়ে আবারো শুরু করেন। তাই, গত ছয় বছরকে বোনাস হিসেবে দেখেন মাশরাফি। দলের একজন সদস্য হিসেবে দেখেন তিনি। এরপর একজন ক্রিকেটার এবং সবশেষে অধিনায়ক হিসেবেই নিজেকে দেখেছেন ম্যাশ। এরপরও তার সমালোচনা হয়।

সে প্রসঙ্গে ম্যাশ জানান, ‘সমালোচনা আমি গায়ে মাখি না। তবে, কখনো কখনো বিষয়টা কষ্টদায়ক হয়ে ওঠে। ব্যক্তিগত আক্রমণে চুপ থাকতে পারি না। নিজের জায়গায় আমি শক্ত। জানি আমার কাজ হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে শুধুই পারফর্ম করা। ’

২০০১ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা শুরু হয়। টেস্ট থেকে অবসর না নিলেও ২০০৯ সালের পর আর টেস্টে খেলেননি তিনি। এখন পর্যন্ত ৩৬টি টেস্ট এবং ১৭৯টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।