ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের ধাক্কায় অধিনায়কত্ব নিয়ে ভাবছেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
জিম্বাবুয়ের ধাক্কায় অধিনায়কত্ব নিয়ে ভাবছেন ম্যাথিউস ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে বিপক্ষে ঘরের মাটিতেই ওয়ানডে সিরিজ হারের লজ্জায় শ্রীলঙ্কার অধিনায়কত্ব পুনর্বিবেচনা করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। একে ক্যারিয়ারের অন্যতম সর্বনিম্ন পয়েন্ট হিসেবে দেখছেন ত্রিশ বছর বয়সী এ অলরাউন্ডার।

হাম্বানটোটায় সোমবারের (১০ জুলাই) পঞ্চম ম্যাচটিতে তিন উইকেটের জয়ে ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। হোম ভেন্যুতে ৩-২ ব্যবধানে সিরিজ হারের হতাশায় ডোবে লঙ্কান শিবির।

র‌্যাংকিংয়ে ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে আগে কখনোই শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে পারেনি। গত মাসে স্কটল্যান্ডের কাছে হার ও এ বছরের শুরুতে আফগানিস্তানের কাছে পরাজয়ের হতাশা ভুলে এমন পারফরম্যান্স অবিস্মরণীয় হয়ে থাকবে।

২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরমেটে লঙ্কানদের করুণ দশা! এ সময়ের মধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে হারের সম্মুখীন হয় তারা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করে। গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের উত্তরসূরিরা।

এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব নিয়ে ম্যাথিউসের অভিমত, ‘এখনো অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চিন্তা করিনি। সময় আছে। আমি এটি নিয়ে ভেবে দেখবো এবং নির্বাচকদের সঙ্গে কথা বলবো। এখনো কোনো কিছুর সিদ্ধান্ত নিইনি। ’

দল হিসেবে স্বরূপে ফিরতে জয়ের বিকল্প দেখছেন না ম্যাথিউস, ‘আমরা দল হিসেবে ধারাবাহিক নই। চাপটা আমাদের সবার ওপরই। যত বেশি হারবো তত বেশি চাপের মুখে পড়বো। এটার একটাই সমাধান আর তা হচ্ছে জয়। আমরা ম্যাচ জেতার চেষ্টা করছি, কিন্তু অনেক ভুল করে ফেলছি। ’

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য দরজাটা খুলে দিয়েছে ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধান ১০-এ নেমে এসেছে (৮৮ ও ৭৮)। আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে শীর্ষ আটের বাইরে থাকলে ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে।

অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সামনে এবার ভারতের বিপক্ষে আরেকটি হোম সিরিজের (পাঁচ ম্যাচ) চ্যালেঞ্জ। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের আগে ইংল্যান্ডের বিপক্ষে একই সংখ্যক ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।