ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ হয়ে গেল তামিমের ইংল্যান্ড অভিযান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
শেষ হয়ে গেল তামিমের ইংল্যান্ড অভিযান ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অনাপত্তিপত্র নিয়ে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলতে গেলেও মাত্র একটি ম্যাচ খেলেই ফিরছেন টাইগারদের ওপেনার তামিম ইকবাল।

ব্যক্তিগত কারণে ফিরে আসছেন এসেক্সে খেলতে যাওয়া ওপেনার তামিম। তবে, তামিম কবে দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি।

দেশ ছাড়ার আগে তামিম জানিয়েছিলেন, আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তার। ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে করেছিলেন ৭ রান।

এসেক্স নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তামিম ক্লাব ছাড়ছে। আমরা তাকে শুভকামনা জানাই। এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি। ’

২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি এই ওপেনার। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলতে গত শনিবার ইংল্যান্ড যান তামিম। পরদিন কেন্টের বিপক্ষে এসেক্স এর জার্সিতে অভিষেক হয় তার।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।