ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘরের মাঠের সুযোগ নিতে চান শফিউল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ঘরের মাঠের সুযোগ নিতে চান শফিউল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ঘরের মাঠের সুযোগ কাজে লাগিয়ে সফরকারী দলটিকে হারের গ্লানি দিতে বদ্ধ পরিকর বাংলাদেশ দলের পেসার শফিউল ইসলাম। যেহেতু সিরিজটিতে টাইগাররা নিজেদের চিরচেনা কন্ডিশনে খেলবে, তাই কাজটি কঠিন হলেও অসম্ভব মনে করছেন না লাল-সবুজের এই সিনিয়র সদস্য।

বৃহস্পতিবার (১৩ জুলাই)মিরপুরে দিনের অনুশীলন শেষে বাংলানিউজের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি জানান, ‘অস্ট্রেলিয়া আসছে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ।

যেহেতু আমাদের কন্ডিশনে খেলা হবে তাই এগিয়ে থাকবো আমরাই। ’

তবে শুধুই হোম কন্ডিশনে এগিয়ে থাকাই নয়। অজি বধে শফিউলকে প্রেরণা যোগাচ্ছে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের তরতাজা স্মৃতিও। পাশাপাশি গেল তিন বছর দেশের মাটিতে পাওয়া দুর্দান্ত এক একটি জয়তো আছেই, ‘আমরা দেশের মাটিতে ভালো করছি। তাছাড়া আপনি জানেন যে গত বছর আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। ওইভাবে খেলতে পারলে আশা করি ওদের হারানো কঠিন হবে না। আমাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। ’

শফিউল একথা বলছেন ঠিকই, আবার দল হিসেবে অস্ট্রেলিয়াকে সমীহ করছেন। কিন্তু বরাবরই ছেড়ে না দেয়ার পক্ষপাতি এই টাইগার মিডিয়াম পেসারের বিশ্বাস সতীর্থরা নিজেদের সেরা খেলাটি খেলতে পারলে সিরিজে দারুণ কিছুই হবে।
   
শফিউল যোগ করেন, ‘অস্ট্রেলিয়া অবশ্যই ভালো দল। কিন্তু আমরা যদি আমাদের ট্যালেন্ট অনুযায়ী খেলতে পারি তাহলে হয়তো ভালো কিছুই হবে। আমি চেষ্টা করবো আমার শতভাগ দিতে। শুধু আমিই না, সবাই যদি তাদের সেরাটা দেয় তাহলে জয় অসম্ভব না। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।