ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চাকরি না পেয়ে কানাডায় শেওয়াগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
চাকরি না পেয়ে কানাডায় শেওয়াগ ছবি: সংগৃহীত

ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন রবি শাস্ত্রী। কোচের দৌড়ে শাস্ত্রীকে টেক্কা দিয়ে এগিয়েই ছিলেন দেশটির সাবেক তারকা ওপেনার বিরেন্দর শেওয়াগ। তবে, জাতীয় দলের কোচ হতে না পারায় হতাশ নন বীরু। কানাডায় নিজের মতো করেই ঘুরে আনন্দ উদযাপন করছেন তিনি।

ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষন ছিলেন কোচ নির্বাচনে। দেশটির তিন ফরমেটের দলপতি বিরাট কোহলির মতামতকে প্রাধান্য দিয়ে শাস্ত্রীকেই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দেওয়া হয়।

শেওয়াগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডায় তোলা ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন শপিং মলে, নদীর তীরে।

শাস্ত্রী ছাড়াও কোচ নির্বাচনে সাক্ষাতকার নেওয়া হয়েছিল শেওয়াগ, লালচাঁদ রাজপুত, টম মুডি ও রিচার্ড পাইবাসদের। গত মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর রাতে বিসিসিআই অফিসিয়ালি জানিয়ে দেয় শাস্ত্রীর নাম। যেখানে রাহুল দ্রাবিড়ের বিদেশে ব্যাটিং উপদেষ্টা ও জহির খানকে বোলিং কোচ করার ঘোষণাও একই সঙ্গে করা হয়।

২০১৪ সালের আগস্ট থেকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের জন্য ভারত দলের পরিচালক হিসেবে কাজ করেন শাস্ত্রী। তিনি সে দায়িত্ব পাওয়ার সময়ে প্রধান কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১৫ সালে তার মেয়াদ শেষ হলে আর সে সময়ে নতুন কোচ নেয়নি টিম ইন্ডিয়া। গত বছর কোচ হওয়ার দৌড়ে কুম্বলের কাছে হেরে যান শাস্ত্রী। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড আবার কোচের সন্ধানে বিজ্ঞাপন দিলেও শাস্ত্রী শুরুতে আবেদন করেননি। তবে কুম্বলের পদত্যাগের পর আবেদনের সময় বাড়ানো হলে আবেদন জমা পড়ে তার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।