ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিতের কাছে ত্রিপল এইচের উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
রোহিতের কাছে ত্রিপল এইচের উপহার ছবি: সংগৃহীত

রোহিত শর্মার নেতৃত্বে দশম আইপিএলের ফাইনালে জিতে টুর্নামেন্টে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। রেসলিং দুনিয়ার সম্রাট ত্রিপল এইচ মুম্বাইয়ের লোগো সাটা ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট পাঠিয়েছেন মুম্বাইয়ের দলপতি রোহিত শর্মাকে।

আইপিএল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পুনে সুপারজায়ান্টসকে ১ রানের ব্যবধানে হারায় মুম্বাই। শেষ বলে জয়ের জন্য পুনের দরকার ছিল ৪ রান।

শেষ ওভারেই আউট হন তিন ব্যাটসম্যান। আগে ব্যাট করে মুম্বাই ৮ উইকেট হারিয়ে তোলে ১২৯ রান। প্রথমবারের মতো শিরোপা জিততে ধোনি-স্মিথদের টার্গেট দাঁড়ায় ১৩০ রান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পুনে তোলে ১২৮ রান। আর এই শিরোপার মধ্যদিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় মুম্বাই। এর আগে আর কোনো দল তিনটি আইপিএল শিরোপা জেতেনি।

ক্রিকেটের দুনিয়া কাঁপালেও ভারত এখনও অন্যান্য ক্রীড়ায় এগিয়ে আসতে পারেনি। তবে, রেসলিংয়ের দুনিয়ায় নব্য সংযোজন ভারত। ক’দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় রেসলার অনন্য নজির গড়েন। ভারতের রেসলার গ্রেট কলির পর মহারাজা জিন্দার মহল নামের আরেক ভারতীয় এ বছর ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হন। ব্যাকল্যাশে রেন্ডি ওর্টনকে ধরাশায়ী করে চ্যাম্পিয়নশিপের এই বেল্ট নিজের করে নেন ইন্দো-কানাডিয়ান জিন্দার। কানাডায় বেড়ে উঠলেও তিনি আদতে একজন পাঞ্জাবী।

এর আগে ২০০৭ সালে ভারতের হয়ে ডব্লিউডব্লিউইতে চ্যাম্পিয়ন হয়েছিলেন কলি। কলি অবসর নেওয়ার পর ভারতের কোনো রেসলার হিসেবে জিন্দার এই বেল্টের দেখা পান।

আইপিএলের তিনটি শিরোপা জেতা একমাত্র অধিনায়ক রোহিত শর্মার কাছে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের বেল্ট উপহার পাঠিয়ে হয়তো রেসলিং দুনিয়ায় ভারতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন ১৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ত্রিপল এইচ।

তবে, ত্রিপল এইচের এই কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ারের চ্যাম্পিয়ন চেলসির দলপতি জন টেরিকে ক্লাবের লোগো সাটা একটি ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের বেল্ট উপহার পাঠিয়েছিলেন তিনি। উপহার পাঠিয়েছেন বুন্দেসলিগার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।