ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ডারউইনে এইচপির কঠিন দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ডারউইনে এইচপির কঠিন দিন ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে নর্দান টেরিটোরির আমন্ত্রিত একাদশের বিপক্ষে সফরের শেষ ও একমাত্র তিনদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ হাইপারফম্যান্স একাদশ (এইচপি)। মারারার ডারউইনে দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট করে কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা।

প্রথম দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ৩১২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ হাইপারফম্যান্স একাদশ। দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের মাত্র তিনটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশের বোলাররা।

তিন উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে টেরিটোরি।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনাররা তুলে নেন ৮৪ রান। প্রথম ব্রেকথ্রু এনে দেন নিহাদুজ্জামান। ফিরিয়ে দেন ৪০ রান করা ম্যাকসিউনিকে। এরপর আঘাত হানেন স্পিনার তানভির হায়দার। ব্যক্তিগত ১৭ রান করে তানভিরের শিকারে ফেরেন গ্রেগরি। ৯৭ রান করা হ্যাকনিকে ফিরিয়ে তানভির তার দ্বিতীয় শিকার তুলে নেন। তবে, দিন শেষে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশের বোলাররা। ১০২ রানে অপরাজিত থাকেন ডিকম্যান আর ৪৬ রানে অপরাজিত থাকেন ডয়লি।

এর আগে টসে জিতে ৯০ ওভারে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে ৬ উইকেট হারানো এইচপি দল। বাংলাদেশের দলটির হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও মেহেদি মারুফ। লিটন ২৭ বলে ১৩ রান করে ফিরলেও উইকেটে থেকে দারুণ খেলেছেন মারুফ। ১৩৮ বল মোকাবেলায় ৬টি চার আর দুটি ছক্কায় করেন ৮৭ রান। এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্ত নিজেদের খেলাটা খেলতে পারেননি। বিজয় ১৯ আর শান্ত ১৩ রানে বিদায় নেন।

রাব্বির ব্যাট থেকে আসে ২৭ রান। দারুণ এক শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন ইরফান শুক্কুর। ১৩৯ বলে ১৫টি বাউন্ডারিতে ইরফান তার ১০৪ রানের ইনিংসটি সাজান। সাইফুদ্দিন করেন ১৮ রান। তানভির হায়দার ১৭ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।