ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কাঁদলেন মুশফিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
কাঁদলেন মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু অধিনায়কই নন, টাইগার দলের উইকেটরক্ষক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানও বটে। একাধারে তিন-তিনটি গুরুদায়িত্ব সামলানো বাংলাদেশের ক্রিকেটের নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত মুশফিক আজ সংবাদ সম্মেলনে কেঁদেছেন, কাঁদিয়েছেন তার লাখো ভক্তদের।

বাংলাদেশের ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকের বিরুদ্ধে তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানেই কেঁদে ফেলেছেন মুশফিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে বরিশাল বুলসের নেতৃত্বে থাকা মুশফিকের শৃঙ্খলাবোধ আর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন দলটির অন্যতম কর্ণধার এম এ আউয়াল চৌধুরি। শৃঙ্খলাভঙ্গের কারণে মুশফিককে এবার নিতে চাইছে না বরিশাল, এমনটি জানান তিনি। তবে, মুশফিকের ব্যাপারে এমন অভিযোগ যদি আউয়াল চৌধুরি প্রমাণ করতে না পারেন তাহলে দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী।

আউয়াল চৌধুরি জানান, ‘আমরা মুশফিকের প্রতি আগ্রহী নই। কারণ তিনি কিছুটা এলোমেলো। তাছাড়া, গত মৌসুমে মুশফিক আমাদের ফ্রাঞ্চাইজি নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। আমরা তার ব্যাপারে বোর্ডকে চিঠি দিয়েছিলাম। তার আগের বছর সিলেট রয়েলসের হয়েও একই কাণ্ড করেছিলেন মুশফিক। দলের মধ্যে গ্রুপিং করেছেন। তার কাছে থেকে আমরা এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ড আশা করি না। ’

এমন অভিযোগ কোনভাবেই মেনে নিতে পারেননি মুশফিক। প্রতিবাদ জানাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকেন। এসময় তার কন্ঠরোধ হয়ে আসছিল। চোখ ছলছল করছিল। মুশফিক এতোটাই হতাশ ছিলেন যে, সংবাদ সম্মেলনে কেঁদেই ফেলেছেন! আবেগতাড়িত হয়ে চোখের পানি ফেলেছেন। একপর্যায়ে সংবাদ সম্মেলন শেষ না করেই তিনি মিডিয়া লাউঞ্জ থেকে বেরিয়ে চলে যান।

যাওয়ার আগে মুশফিক জানান, ‘গত ১২ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। আমার সম্পর্কে এমন অভিযোগ এর আগে কখনও ওঠেনি। আমার সঙ্গে এমনটা হলেও আশা করি যেন আর কারও সঙ্গে এমনটা না হয়। আমি বিসিবিকে সব জানিয়েছি। দেশের অধিনায়ক হিসেবে এতদিন সার্ভিস দিচ্ছি, এতটুকু সম্মান তো পেতেই পারি। আমি আশা করব বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ’

গত আসরে বরিশালের জার্সিতে ১২ ম্যাচে ৩৭.৮৮ গড়ে ৩৪১ রান করে দলের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ছিলেন সবার ওপরে। মুশফিক আরও যোগ করেন, ‘আউয়াল সাহেব মাঠের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে পারেন। আমাকে খারাপ খেলোয়াড় বলতে পারতেন; কিন্তু আমাকে দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না। আজ আমাকে এমনটা বলা হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো ক্রিকেটারকে এমনটা বলা হবে না তার গ্যারান্টি কি? দেশকে এত দিন সেবা দিচ্ছি, তার বিনিময়ে এতটুকু সম্মান...। ’

মুশফিক এর আগে বহুবার বলেছেন, ‘শুধু আমি নই, দলের সবাই চেষ্টা করে কিছু না কিছু অবদান রাখতে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। ক্রিকেট আমাদের রুটি-রুজি। এটার সঙ্গে বেইমানি করার সুযোগ নেই। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।