ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ কাউন্টিতে এবার পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইংলিশ কাউন্টিতে এবার পাক অধিনায়ক ইংলিশ কাউন্টিতে এবার পাক অধিনায়ক-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি জেতার ফলে পাকিস্তানি ক্রিকেটারদের কদর বেড়ে গেছে। এবার খোদ ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট থেকে একের পর এক প্রস্তাব পাচ্ছেন দেশটি তারকারা। সর্বশেষ পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ আসন্ন ইংলিশ ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য বিদেশি কোটায় চুক্তিবদ্ধ হয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে ট্রফির স্বাদ পাইয়ে দেওয়া দলনেতা সরফরাজ ঢুকেছেন অস্ট্রেলিয়া দলের পিটার হ্যান্ডসকম্ব এর বদলে। ক্লাবের নিয়মিত উইকেটরক্ষক জনি বেয়ারস্টো জাতীয় দল ইংল্যান্ড এর হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকা এর বিপক্ষে টেস্ট সিরিজে।

এদিকে পাকিস্তানের প্রথম কোনো উইকেটরক্ষক হিসেবে কাউন্টি খেলার যোগ্যতা অর্জন করবেন সরফরাজ। ২৭ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ৩ আগস্ট ডার্বিশায়ারের হয়ে অভিষেক হবে তার।

অন্যদিকে মোহাম্মদ আমির কাউন্টি খেলছেন এসেক্সের হয়ে। এছাড়া শহিদ আফ্রিদি হ্যাম্পশায়ারের হয়ে মাঠ মাতাচ্ছেন। টি- টোয়েন্টির সেরা বোলার ইমাদ ওয়াসিম খেলবেন ডারহাম এর হয়ে। আরেক বামহাতি গতিদানব জুনাইদ খান সাইন করেছেন ল্যাঙ্কাশারের হয়ে।

ইয়র্কশায়ারের অন্য বিদেশি রিক্রুট হলেন শন মার্শ। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত অস্ট্রেলিয়া দলে নেই তিনি। তাই পুরো টুর্নামেন্টেই থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।