ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘যাদের নাম হয়, তাদের বদনাম হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
‘যাদের নাম হয়, তাদের বদনাম হয়’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের এক ট্যালেন্টের নাম। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; তিন বিভাগেই তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য লাল-সবুজের ভক্তদের আলোড়িত করে। কিন্তু তা সত্বেও বছর দু’য়েক হতে চললো টাইগার দলে নিয়মিত হতে পারছেন না এই লাল সবুজের অলরাউন্ডার।

নাসিরের দলে নিয়মিত হতে না পারা নিয়েও দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে অনুশোচনার শেষ নেই। ঘরের মাঠে কিংবা বিদেশে কোনো সিরিজ বা কোনো টুর্নামেন্ট শুরু হলেই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নাসিরকে দলে রাখা হয়েছে কি না জানতে চায়।

নাসিরকে নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মতামত ও সমর্থকদের স্ট্যাটাসে মুখর হয়ে উঠে গোটা দেশ।

আবার কোনো কোনো অনুরাগী আছেন নাসিরের দল থেকে বাদ পড়া নিয়ে ফেসবুক, টুইটার কিংবা পত্রপত্রিকাতে ক্রিকেটের প্রতি তার একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন। তাকে উশৃঙ্খল বলে আখ্যা দেন। নাসিরের প্রতি ভক্ত ও বোদ্ধাদের এসব নেতিবাচক ভাবনার বিষয়গুলোকে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

রোববার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। নাসির জানান, ‘যাদের নাম হয়, তাদের বদনাম হয়। আপনি আমাকে একচোখে দেখবেন, আরেকজন আরেক চোখে দেখবেন, এটাই স্বাভাবিক। আমি আমার চোখ দিয়ে সবাইকে একভাবে দেখতে পারবো না। ফেসবুক বলেন, পত্রিকা বলেন। সত্যি কথা বলতে আমি পত্রিকা দেখি না। ফেসবুক থাকা না থাকা একই কথা। আর আপনি যখন খেলাধুলা করেন তখন এসব ব্যাপার মাথায় থাকে না। খেলার বাইরে হয়তো মাঝে মধ্যে এসব ব্যাপার মাথায় আসে। খেলার মধ্যে আসেই না। ’

গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান দীর্ঘদিন এভাবে দলের বাইরে থাকার পেছনে কারণ কী? উত্তরে নাসির জানালেন, ‘কারণ আমি জানি না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আপনিও ওখানে থাকলে নিজের ইচ্ছেমতো চাইলেই ২০ জন প্লেয়ার দলে নিতে পারতেন না। কাউকে না কাউকে বাদ দিতে হতো। '

তবে নাসির বিশ্বাস করেন, প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে যেভাবে পারফর্ম করেছেন সেটা ধরে রাখতে পারলে দলে জায়গা মিলবেই, ‘এতটুকু বিশ্বাস আছে যেভাবে আমি খেলছি যদি এভাবে খেলতে থাকি তাহলে অবশ্যই দলে জায়গা পাব। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।