ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের প্রতিনিধিত্ব করে ফিরতে হলো মোটরসাইকেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
দেশের প্রতিনিধিত্ব করে ফিরতে হলো মোটরসাইকেলে ছবি: সংগৃহীত

টানা সাত ম্যাচ হারা পাকিস্তান নারী দল বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়ে ইংল্যান্ড থেকে দুদিন আগে দেশে ফেরে। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেই ভিডিও দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা না করে কেউ থাকতে পারছেন না।

বিশ্বকাপের আসরে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ রানের পরাজয়ে পাকিস্তানের বিশ্বকাপ মিশন শেষ হয়। ক্রিকেটের বৈশ্বিক আসরে দেশের প্রতিনিধিত্ব করে ফেরার পর বিমানবন্দর থেকে ক্রিকেটাররা যে যার মতো বাসায় ফেরেন।

দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরে মেয়েদের জন্য কোনো কর্তা ব্যক্তিই উপস্থিত ছিলেন না।

এমনকি মেয়েদের বাড়িতে পৌঁছানোর জন্য বোর্ডের পক্ষ থেকে কোনো গাড়ির ব্যবস্থাও ছিল না। দলের সদস্যরা বেশির ভাগই নিজেদের গাড়িতে বাড়িতে পৌঁছে। তবে, ব্যতিক্রম ছিলেন দলের স্পিনার নাশরাহ সান্ধু। নিজের গাড়ি নেই, তাই বাড়ি ফিরেছেন মোটরসাইকেলে করে। দেশে ফিরে এমন অভিজ্ঞতা হবে তা হয়তো ভুলেও ভাবেননি দলের ক্রিকেটাররা।

বাবার মোটরসাইকেলে করে নাশরাহর বাড়ি ফেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তুলেছে। পিসিবির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বোর্ডের একাধিক সূত্রে জানা যায়, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বেজায় চটেছেন দলের বাজে পারফরমেন্সে। সাতদিনের মধ্যে দলের ক্যাপ্টেন সানা মিরকে সরিয়ে দেওয়া হবে। এমনকি পাকিস্তান নারী দলের কোচ সাবিহা আজহারকেও দেশটির ক্রিকেট বোর্ড পছন্দ করছে না। অন্তর্বর্তীকালীন এই কোচের চাকরি দীর্ঘায়িত না করে নতুন কাউকে খোঁজা হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

আরও জানা যায়, দলের বেশির ভাগ অভিজ্ঞ ক্রিকেটারকে সরিয়ে নতুনদের জায়গা করে দেওয়া হবে। জাতীয় পর্যায়ের উঠতি ক্রিকেটারদের নিয়ে ঢালাও সাজানো হবে দল। তাদের সঠিক পরিচর্যা আর স্বাধীনতা দিয়ে আরও ভালো কিছুর আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নতুনদের সাথেও যে এমনটা করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড তা কেইবা বলতে পারে!

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।