ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় টেস্টে ব্যালান্সকে পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
তৃতীয় টেস্টে ব্যালান্সকে পাচ্ছে না ইংল্যান্ড গ্যারি ব্যালান্স/ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ছিটকে গেছেন গ্যারি ব্যালান্স। ভুগছেন আঙ্গুলের ফ্র্যাকচার ইনজুরিতে। তাকে ছাড়াই মাঠে নামবে হবে ইংল্যান্ডকে। চার ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।

ট্রেন্ট বিজ টেস্টের (১৪-১৭ জুলাই) চতুর্থ দিনে মরনে মরকেলের শর্ট বলে আঙ্গুলে আঘাত পান ব্যালান্স। এক্স-রে রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করা হয় ওভাল টেস্টে তার খেলা হচ্ছে না।

চতুর্থ টেস্টের আগে সেরে ওঠার সম্ভাবনা কম। ইনজুরি নিয়ে খেলতে হবে।

প্রথম দুই ম্যাচে প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ ২৭ বছর বয়সী ব্যালান্স। সর্বোচ্চ স্কোর ৩৪। চার ইনিংস মিলিয়ে করেন মাত্র ৮৫ রান। তাই ২৩টি টেস্ট খেলা এ বাঁহাতি ব্যাটসম্যানের নির্বাচকদের বিবেচনায় আসার সুযোগ কম।

আগামী ২৭ জুলাই তৃতীয় টেস্ট মাঠে গড়াবে। লন্ডনের কেনিংটন ওভালে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দু’দলই সিরিজে লিড নেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২১১ রানের দুর্দান্ত জয়ের পর ট্রেন্ট ব্রিজে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিক শিবির। ৩৪০ রানের দাপুটে জয় দিয়ে সিরিজে ফেরে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।