ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে ‘এ’ প্লাস ক্রিকেটাররা দল বেছে নেবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বিপিএলে ‘এ’ প্লাস ক্রিকেটাররা দল বেছে নেবেন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কমিটি থেকে নতুন প্রস্তাবনা এসেছে। আসন্ন পঞ্চম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো এ-প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের বেছে নিতে পারবে। এমনটিই জানিয়েছেন বিপিএলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক।

১৬ই সেপ্টেম্বর ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ইতোমধ্যে সাতটি দলকে তাদের রেখে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবার বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএল কমিটি।

এ প্রসঙ্গে মল্লিক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব ক্রিকেটারদের রেখে দিতে চায়, সেটার তালিকা আমরা চেয়েছি। আগের আসর থেকে প্রতিটি দল চারজন ক্রিকেটারকে রাখতে পারবে। সেটা এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটারও হতে পারে।  তবে তার আগে অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে হবে। ’

এ প্লাস ক্রিকেটারদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মূল্য দিয়ে মল্লিক বলেন, ‘এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা চাইলে নিজের পুরনো ফ্রাঞ্চাইজিতে থাকতে পারবে। চাইলে পরিবর্তন করতে পারবে। এটা নির্ভর করবে একান্তই তাদের নিজেদের সিদ্ধান্তের ওপর।  যদিও ২৪ই জুলাই শেষ তারিখ নয়। তবুও আমরা আশা করি এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব খেলোয়াড় রেখে দিতে চায়, তাদের তালিকা জমা দিবে। ’

এদিকে চার বিদেশী ক্রিকেটার না পাঁচ, এই প্রসঙ্গে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মল্লিক। তিনি বলেন, ‘বিদেশী চারজন নাকি পাঁচজন হবে, সেটা নির্ধারণ করতে আমরা ফ্র্যাঞ্জাইজিগুলোর কাছে মতামত চাইবো। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। ’

উল্লেখ্য, আগের আসরে সাত দল থাকলেও এবারের বিপিএলে অংশ নেবে আটটি দল। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।