ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

স্যামিকে হারাচ্ছে রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
স্যামিকে হারাচ্ছে রাজশাহী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংসের অধিনায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি। তার নেতৃত্বেই মোটামুটি দল নিয়ে আসরের ফাইনালে খেলার অভিজ্ঞতা দেখিয়েছিল দলটি।

আসন্ন বিপিএলের পঞ্চম আসরেও রাজশাহী কিংসের ভাবনায় ছিলেন স্যামি। তবে এবার আর দলে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ঠা নভেম্বর থেকে, ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকায়ও বসবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ ‘গ্লোবাল টি-টোয়েন্টি’। আর ‘গ্লোবাল টি-টোয়েন্টি’তে  অংশগ্রহণ করার ফলে এবারের বিপিএল আসরে অনিশ্চিত ড্যারেন স্যামি।

ড্যারেন স্যামিকে দলে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের কোচ সারোয়ার ইমরান। যার ফলে এবারের আসরে নতুন কোন ক্রিকেটারকে দেখা যাবে দলটির অধিনায়কের ভূমিকায়।

এদিকে, বিপিএল পাড়ায় জোর গুঞ্জন এবার রাজশাহী কিংস আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়াতে যাচ্ছে মুশফিকুর রহিমকে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে, হয়তো মুশফিকুর রহিমকেই দেখা যেতে পারে দলটির অধিনায়কের ভূমিকায়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।