ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই লঙ্কানের পর এবার অস্ট্রেলীয় কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
দুই লঙ্কানের পর এবার অস্ট্রেলীয় কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত বছর হলি আর্টিজানে জঙ্গি হামলার পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়েছিলেন সহকারী কোচ রুয়ান কালপাগে। পাশাপাশি বেতন-ভাতা বাড়ানোর দাবিও করে বসেছিলেন। এবার সহকারী কোচ থিলান সামারাবীরার নামেও অভিযোগ ওঠেছে। এই দুই লঙ্কানের পর টাইগার শিবিরে নতুন সহকারী কোচ হিসেবে আসছেন অস্ট্রেলিয়ার মার্ক ও’নীল।

বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দেওয়ায় সহকারী কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করে বিসিবি। নতুন সহকারী কোচ হিসেবে আসেন শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৮১ টেস্ট এবং ৫৩ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সামারাবীরা।

৪৫ দিনের চুক্তিতে তাকে আনা হয়।

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর দিয়ে মুশফিক-তামিম-সাকিবদের সাথে ব্যাটিং উপদেষ্টা হিসেবে যুক্ত হন সামারাবীরা। পরে দীর্ঘ মেয়াদে তার দায়িত্ব বাড়ানো হলেও বছর ঘুরতেই তারও বিদায়ের ঘণ্টা বেজে গেল এবার। বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টার পদ থেকে সামারাবীরাকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লম্বা মেয়াদে কাজ করলেও সামারাবীরার কাজ থেকে আশানুরুপভাবে ক্রিকেটাররা কিছুই শিখতে পারেননি এমন অভিযোগ ওঠেছে। কয়েক ধাপে সামারাবীরার মেয়াদ বাড়লেও তার পক্ষে ইতিবাচক মূল্যায়ন পাওয়া যায়নি ক্রিকেটারদের কাছ থেকে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান সামাবীরার বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘সামারাবীরাকে আমরা আর রাখছি না। আসলে সামারাবীরার কাজ নিয়ে নেগেটিভ ও পজিটিভ, দুই ধরনের মতই ছিল। ’

এদিকে সামারাবীরার অপসারণের পর টাইগার ব্যাটসম্যানদের নতুন ব্যাটিং উপদেষ্টা সম্পর্কেও ভেবে রেখেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন ব্যাটিং উপদেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ার মার্ক ও’নীলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। খেলোয়াড়ি জীবনে যার আন্তর্জাতিক ক্রিকেটে কোনো অভিজ্ঞতা না থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। নিউজিল্যান্ড ও ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের হয়ে কাজ করেছেন তিনি।

মার্ক ও’নীলকে আপাতত স্বল্প মেয়াদি চুক্তিতেই আনা হচ্ছে। তার কাজে সন্তুষ্ট হলেই কেবল মেয়াদ বাড়বে। এই মাসের শেষের দিকেই দলের সাথে যোগ দেবেন তিনি। বিসিবি ইতোমধ্যেই সব আলোচনা সেরে ফেলেছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।